, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


জরুরি সরকার গঠন করতে যাচ্ছে ইসরায়েল

  • আপলোড সময় : ১১-১০-২০২৩ ০৯:৫৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৩ ০৯:৫৭:৩৩ অপরাহ্ন
জরুরি সরকার গঠন করতে যাচ্ছে ইসরায়েল
চলতি সংঘাতের মধ্যেই জরুরি সরকার গঠনে সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধীদলীয় নেতা বেনি গ্যান্তজ। নেতানিয়াহু, গ্যান্তজ এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর সমন্বয়ে একটি 'যুদ্ধকালীন মন্ত্রিসভা' গঠন করা হবে।

এর অর্থ হল, যুদ্ধকালীন সময়ে যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত নয় এমন কোন বিল বা সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। এ সময়ে সমস্ত সিনিয়র নিয়োগ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং বিরোধী দলের নেতা বেনি গ্যান্তজের মধ্যে কয়েক দফার আলোচনার পর এ সিদ্ধান্ত আসল।

শনিবার হামাসের আকস্মিক হামলার পর নেতানিয়াহু প্রথমে বিরোধী দলের নেতা ইয়ার ল্যাপিড এবং বেনি গ্যান্তজকে আলোচনার আমন্ত্রণ জানান। জাতীয় ঐক্যর চেয়ারম্যান নেতানিয়াহু এবং গ্যান্তজের যৌথ এক বিবৃতি বলা হয়েছে, দুজন একটি জরুরি সরকার এবং একটি যুদ্ধ ব্যবস্থাপনা মন্ত্রিসভা প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় ঐক্যর চেয়ারম্যানের সমন্বয়ে ৩ সদস্যের একটি যুদ্ধ ব্যবস্থাপনা মন্ত্রিসভা গঠন করা হবে। এছাড়া যুদ্ধ ব্যবস্থাপনা মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন দুই অতিরিক্ত কর্মকর্তা।

এদিকে জাতীয় ঐক্যর পক্ষ থেকে রাজনৈতিক-নিরাপত্তা মন্ত্রিসভায় পোর্টফোলিও ছাড়া মোট পাঁচজন মন্ত্রী যোগ করা হবে। তাদের মধ্যে রয়েছেন বেনি গ্যান্তজ, গিডিয়ন সা'র, গাদি আইসেনকোট এবং অন্য দুই মন্ত্রী। এ মন্ত্রী সভা যুদ্ধকালীন সময়কালের জন্য বলে জানিয়েছে বিবিসি।
সর্বশেষ সংবাদ
তীব্র গরমে শ্রেণিকক্ষেই জ্ঞান হারাল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

তীব্র গরমে শ্রেণিকক্ষেই জ্ঞান হারাল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী