, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


ইঁদুর মেরে লেজ জমা দিলেই টাকা দেবে সরকার

  • আপলোড সময় : ১১-১০-২০২৩ ০৪:২২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৩ ০৪:২২:৩০ অপরাহ্ন
ইঁদুর মেরে লেজ জমা দিলেই টাকা দেবে সরকার ছবি: সংগৃহীত
দেশজুড়ে ৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত এক মাসব্যাপী ইঁদুর মারার অভিযানের উদ্বোধন করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংরক্ষণ উইং। কৃষকদের ফসল রক্ষায় দেশের বিভিন্ন স্থানে ইঁদুরের উপদ্রবে লাখ লাখ টাকার ফসল নষ্ট হয়। এমনকি ইঁদুরের অত্যাচারে টিকছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধও।

জানা গেছে, গেলো বছর প্রায় ১ কোটি ৬৫ লাখ ইঁদুর নিধন করে ১ লাখ ২৩ হাজার মেট্রিক টন আমন ফসল রক্ষা করা সম্ভব হয়েছে। অভিযান চলাকালে ইঁদুর নিধনকারীরা তাদের সংগৃহিত ইঁদুরের লেজগুলো জমা দিবেন উপজেলা কৃষি অফিসে। অভিযান শেষে সর্বোচ্চ লেজ জমাদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিজয়ী নির্বাচিত করা হবে।

৫টি ক্যাটাগরিতে মৃত ইঁদুরের সর্বোচ্চ লেজ জমা দাতা ১৫ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে বিজয়ী নির্বাচিত করা হবে। বিজয়ীরা সর্বনিম্ন পুরস্কার হিসেবে সর্বনিম্ন ২৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত প্রাইসবন্ড পাবেন। সাথে দেওয়া হবে ক্রোস্ট ও সনদ। এছাড়া উপজেলা ও জেলা পর্যায় মিলিয়ে সারাদেশে মোট পুরস্কৃত করা হবে ১৪১ জনকে। 

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংরক্ষণ উইং-এর কর্মকর্তারা জানান, ইঁদুরের কারণে কৃষকের প্রচুর ক্ষতি হচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বাধ ভাঙার জন্যও এই ইঁদুর দায়ী। তাই ইঁদুর নিয়ন্ত্রণের সরকার এই উদ্যোগ নিয়েছে। বিগত বছরগুলোতে এই উদ্যোগের মাধ্যমে আমরা সফলতাও পেয়েছি। 
 
সর্বশেষ সংবাদ
টাকা না পেয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকে তালা দিলো গ্রাহকরা

টাকা না পেয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকে তালা দিলো গ্রাহকরা