, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে সিংড়ায় শিক্ষকদের কর্মবিরতি

  • আপলোড সময় : ১১-১০-২০২৩ ০৩:৫৮:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৩ ০৩:৫৮:৪৫ অপরাহ্ন
ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে সিংড়ায় শিক্ষকদের কর্মবিরতি
রবিন খান, নিজস্ব প্রতিবেদক নাটোর: ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন দিনের সর্বাত্মক কর্মবিরতি পালন করছে নাটোরের সিংড়ার গো-ই আফরোজ সরকারি কলেজের শিক্ষকরা।গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল থেকে নাটোরের সিংড়ায় অবস্থিত কলেজ ক্যাম্পাসে সমিতির কলেজ ইউনিটের সভাপতি প্রফেসর মোঃ ফরহাদ হোসেনের নেতৃত্বে কলেজের সকল শিক্ষক কর্মসূচিতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ‘ক্যাডার বৈষম্য নিরসন চাই’ স্লোগান সামনে রেখে ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার, জেলা উপজেলায় শিক্ষা ক্যাডার নিয়ন্ত্রিত শিক্ষা প্রশাসন দপ্তর সৃষ্টি, প্রয়োজনীয় পদসৃজন, চাকরির ৫ বছর পূর্তিতে ষষ্ঠ গ্রেড প্রদানসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে। 

চলমান সর্বাত্মক এ কর্মবিরতি চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। এর আগে একই দাবিতে গত ২ অক্টোবর সর্বাত্মক কর্মবিরতি পালন করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান) ড. মো. রফিকুল ইসলাম বলেন, দাবি পূরণ না হওয়ায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১০- ১১ ও ১২ অক্টোবর সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে।

এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ফরহাদ হোসেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান) ড. মো. রফিকুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান) এ কে এম সাইদুর রহমান খান, যুগ্ম সম্পাদক হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোছাঃ সুমি খাতুন, সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) সমর কুমার সরকার, কোষাধ্যক্ষ রেজাউল করিম প্রভাষক ( হিসাববিজ্ঞান)  এছাড়াও উপস্থিত ছিলেন, সহযোগী অধ্যাপক মোঃ জহির উদ্দিন প্রমুখ।
 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান