, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভারতের মাঠ কর্মীদের সঙ্গে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করল পাকিস্তান

  • আপলোড সময় : ১১-১০-২০২৩ ০৩:৪১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৩ ০৩:৪১:০৫ অপরাহ্ন
ভারতের মাঠ কর্মীদের সঙ্গে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করল পাকিস্তান
চলতি বিশ্বকাপে গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল পাকিস্তান। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর কাল মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার। আর ধারাবাহিকতা বজায় রেখে এ ম্যাচেও জয়ী হয়েছে বাবর আজমের দল। চার সেঞ্চুরির এ ম্যাচে ম্যান ইন গ্রীনরা রান পাহাড় তাড়া করতে নেমে জিতেছে ৬ উইকেটের ব্যবধানে।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে এ ম্যাচের পর আলোচনায় এসেছে মাঠ কর্মীদের সঙ্গে বাবরদের অসাধারণ সম্পর্কের বিষয়টি। গতকালের ম্যাচে আবদুল্লাহ শফিক-মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত শতকে রেকর্ড গড়ে জয় পেয়েছে পাকিস্তান। দুর্দান্ত এ জয়ের পর হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের মাঠ কর্মীদের সঙ্গে সময় কাটিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা।

সে সময় শাহিন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, রিজওয়ানরা মাঠ কর্মীদের সঙ্গে কথা বলেছেন, কুশল বিনিময় করেছেন। এছাড়া মাঠ কর্মীদের সঙ্গে সবাই মিলে ছবিও তুলেছেন তারা। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
 
এদিকে ফেসবুকে দেয়া সেই ছবির ক্যাপশনে আইসিসি লিখেছে, এটাই ক্রিকেটীয় চেতনা। এদিকে মাঠ কর্মীদের সঙ্গে কথা বলে এবং ছবি তুলেই শুধু তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করেননি পাকিস্তানি ক্রিকেটাররা। পাকিস্তান অধিনায়ক বাবর নিজ দেশের জার্সিও উপহার দিয়েছেন তাদের।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে গতকালের ম্যাচ দিয়েই বিশ্বরেকর্ড গড়েছে পাকিস্তান। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৩৪৫ রান তাড়া করে জয়ী হয়েছে রিজওয়ানরা। এছাড়া আরিওও একটি কারণে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে ম্যাচটি।

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম এক ম্যাচে চার জন সেঞ্চুরিয়নের দেখা মিলেছে। আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার হয়ে শতক হাঁকান সাদিরা সামারাবিক্রমা এবং কুশল মেন্ডিস। পরে রান তাড়া করতে নেমে পাকিস্তানের হয়ে সেঞ্চুরি করেন আবদুল্লাহ শফিক এবং মোহাম্মদ রিজওয়ান।  
সর্বশেষ সংবাদ