, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


শিক্ষকের মারধরের পর ছাত্রের বুকে ব্যথা, প্রাণ গেল হাসপাতালে

  • আপলোড সময় : ১০-১০-২০২৩ ০৯:৩৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৩ ০৯:৩৮:৩০ অপরাহ্ন
শিক্ষকের মারধরের পর ছাত্রের বুকে ব্যথা, প্রাণ গেল হাসপাতালে
এবার শিক্ষকের মারধরের পর দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যুর অভিযোগ ওঠেছে। ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে নিহত ছাত্রের পরিবার। ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার বালেশ্বর জেলায়। 

এদিকে ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, গেল ৭ অক্টোবর এ ঘটনা ঘটে। ছাত্রের বাবা জানিয়েছেন, বিনা অনুমতিতে এক সহপাঠীর সাইকেল নিয়েছিল তার ছেলে। এই নিয়ে ওই সহপাঠী শিক্ষকের কাছে অভিযোগ দিলে ওই ছাত্রকে মারধর করেন শিক্ষক।

এর পর ওই ছাত্র স্কুল থেকে বাড়ি ফেরার পথে বুকে ব্যথা অনুভব করলে তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে স্কুলের বাইরে বিক্ষোভ দেখান ছাত্রের পরিজনেরা।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষককে গ্রেপ্তার করেনি পুলিশ।

এদিকে ইন্ডিয়া টুডে’র খবর অনুযায়ী, মামলার বিষয়ে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, এ ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। ওই ছাত্রের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 
সর্বশেষ সংবাদ