, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বকাপে ভারতকে সাহায্য করবে আইসিসি: শেবাগ

  • আপলোড সময় : ১০-১০-২০২৩ ০৬:২৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৩ ০৬:২৪:০৬ অপরাহ্ন
বিশ্বকাপে ভারতকে সাহায্য করবে আইসিসি: শেবাগ
চলতি বিশ্বকাপের জৌলুস ও উন্মাদনা টিকিয়ে রাখতে আইসিসি ভারতকে সাহায্য করবে বলে জানিয়েছেন বীরেন্দ্র শেবাগ। এ জন্য অন্যদের থেকে ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা অনেক বেশি বলে মনে করেন দেশটির বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।

এদিকে ক্রিকবাজের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শেবাগ বলেন, ‘বিশ্বকাপে আইসিসি ভারতকে সাহায্য করবে। এবার বিশ্বকাপে পিচ তৈরি করছে ভারতীয়রা। ভারত যখন সেমিফাইনাল বা ফাইনাল খেলবে, তখন পিচ তাদের মতো করেই তৈরি করা হবে।’

বিশ্বকাপে এখন পর্যন্ত ফাঁকা পড়ে থাকতে দেখা যাচ্ছে গ্যালারি। তবে স্বাভাবিকভাবে স্বাগতিক ভারতের ম্যাচে দর্শক উপস্থিতি চোখে পড়ার মতো। এ প্রসঙ্গ টেনে শেবাগ বলেন, ‘আইসিসি জানে, ভারত যদি এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত থাকে, তবেই লোক মাঠে আসবে, খেলা দেখবে। সে কারণে ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি।’

এদিকে এবারের বিশ্বকাপে ব্যাট হাতে ভালো শুরু পেয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দলকে খাদের কিনারা থেকে তুলে নিজে খেলেন ৮৫ রানের ইনিংস। কোহলি এবার ব্যাট হাতে তাক লাগিয়ে দেবেন বলে বিশ্বাস শেবাগের, ‘বিরাটের রানের ক্ষুধা রয়েছে।

আর কোনো ব্যাটারের মধ্যে সেটা দেখা যাচ্ছে না। শেষ বিশ্বকাপে রোহিত পাঁচটি সেঞ্চুরি করেছিল। এবার বিরাট চাইবে রান করতে। পরের বিশ্বকাপ বিরাট খেলবে কি না, তা নিশ্চিত নয়। তাই সে এই বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চাইবে।
সর্বশেষ সংবাদ