, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


১০ পোপা মাছ ৭ লাখ টাকায় বিক্রি

  • আপলোড সময় : ১০-১০-২০২৩ ০১:২৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৩ ০১:২৩:১৩ অপরাহ্ন
১০ পোপা মাছ ৭ লাখ টাকায় বিক্রি ছবি: সংগৃহীত
কক্সবাজারের সেন্ট মার্টিন উপকূলবর্তী বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১১৫ কেজি ওজনের ১০টি পোপা মাছ। ওই জেলে মাছগুলো ৭ লাখ টাকায় বিক্রি হয়েছে। দ্বীপের উপকূলে স্থানীয় জেলে আবদুল গণির কাছ থেকে টেকনাফের ব্যবসায়ী মাছগুলো কিনে নেন।

সোমবার (৯ অক্টোবর) ভোররাত তিনটার দিকে সেন্ট মার্টিন পশ্চিম পাড়ার বাসিন্দা আবদুল গণির ট্রলারের জালে মাছগুলো ধরা পড়ে। দ্বীপে নিয়ে আসার পর মাছগুলো দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। মাছগুলো চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কালা পোপা’ নামে পরিচিত।

জেলে আব্দুল গণি বলেন, ‘মাছ ১০টি টেকনাফের ব্যবসায়ীর কাছে ৭ লাখ টাকায় বিক্রি করেছি। মাছগুলোর একেকটির ওজন ১২ থেকে ২০ কেজি ছিল। প্রথমে ২০ লাখ টাকা চেয়েছিলাম। কিন্তু এত টাকা দিয়ে কেউ কিনতে না চাওয়ায় শেষ পর্যন্ত ৭ লাখ টাকায় ছেড়ে দিলাম।’

আরও পড়ুন: স্বজনদের অনীহায় সুস্থ হয়েও বাড়ি ফিরতে পারছে না আটজন 

ব্যবসায়ীরা জানান, ‘পুরুষ প্রজাতির কালো পোপা মাছের বায়ুথলি মোটা ও বড় হয়। পোপা মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিভিন্ন দেশে এ মাছের প্রচুর চাহিদা রয়েছে।’
সর্বশেষ সংবাদ