, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ট্রাকে ট্রেনের ধাক্কা, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

  • আপলোড সময় : ০৯-১০-২০২৩ ০৯:২৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৩ ০৯:২৯:১৫ অপরাহ্ন
ট্রাকে ট্রেনের ধাক্কা, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ছবি: সংগৃহীত
ময়মনসিংহে রেলক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রেনের ধাক্কায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর কেওয়াটখালী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ ট্রাফিক পুলিশের সার্জেন্ট সুব্রত আচার্য বলেন, ‘একটি ট্রাক নগরীর কেওয়াটখালী রেলক্রসিং এলাকায় রেললাইনের ওপর এসে বিকল হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকাগামী যাত্রীবাহী একটি ট্রেন আসতে দেখে ট্রাকচালক সরে পড়লেও অন্য এক ব্যক্তি নিহত হন। এতে আহত হন আরও পাঁচ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠিয়েছে।’

তিনি বলেন, ‘নিহত ব্যক্তি ট্রেনের সামনে বসা ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ পথে রেল চলাচল বন্ধ রয়েছে।’

মমেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘১৩ বছরের এক শিশুসহ হাসপাতালে পাঁচজন ভর্তি রয়েছে। এদের মধ্যে চারজন গুরুতর আহত। সবাইকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।’
সর্বশেষ সংবাদ
শাহাবাগ-ঢাবি ক্যাম্পাসে গাড়িতে অপরিচিত মানুষ, সতর্ক অবস্থানে শিক্ষার্থীরা

শাহাবাগ-ঢাবি ক্যাম্পাসে গাড়িতে অপরিচিত মানুষ, সতর্ক অবস্থানে শিক্ষার্থীরা