, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলেই প্রশাসক নিয়োগ করতে পারবে সরকার

  • আপলোড সময় : ০৯-১০-২০২৩ ০৬:৪২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৩ ০৬:৪২:৫৪ অপরাহ্ন
ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলেই প্রশাসক নিয়োগ করতে পারবে সরকার ছবি: সংগৃহীত
ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলেই সরকার প্রশাসক নিয়োগ করতে পারবে এমন বিধান যুক্ত করে 'স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

সোমবার (৯ অক্টোবর ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। 

সচিব বলেন, অনেক ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলেও বিভিন্ন কারণ দেখিয়ে নির্বাচন আয়োজন করা হতো না। এখন মেয়াদ শেষ হলেই সরকার প্রশাসক নিয়োগ দিতে পারবে। এছাড়াও ইউনিয়ন পরিষদের সচিবের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করার প্রস্তাব করা হয়েছে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস