উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সোমবার উল্লাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম।
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, এ বছর রবি মৌসুমে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২ হাজার ৯৫০ জন প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা হিসাবে ১ কেজি করে উচ্চ ফলনশীল জাতের সরিষা বীজ, ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। উদ্বোধনী দিনে ৫ হাজার ৬০০ শত কৃষকের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।