, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ক্রেতা সেজে ভোক্তা অধিকার, বেশী দামে স্যালাইন বিক্রিতে জরিমানা

  • আপলোড সময় : ০৯-১০-২০২৩ ০৩:৩১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৩ ০৩:৩১:১০ অপরাহ্ন
ক্রেতা সেজে ভোক্তা অধিকার, বেশী দামে স্যালাইন বিক্রিতে জরিমানা
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: হাজারো মানুষের মানুষের জীবন বাঁচানোর স্যালাইনের বিকল্প নেই। সেই ডিএনএস স্যালাইনের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য ১০০.৮৯ টাকা লেখা থাকলেও সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের হেলথ এন্ড লাইফ ফার্মেসিতে বিক্রি করা হচ্ছিল ২৫০ টাকায়।

সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী-পরিচালক মো. হাসান-আল-মারুফের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। প্রথমে ক্রেতা সেজে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ওই ফার্মেসীতে স্যালাইনের জন্য যান। দোকানদার ১টা স্যালাইন আছে বলে বেশী টাকা দাম চান। পরে দোকানদার জানতে পারেন তিনি ভোক্তা অধিকারের লোক। এরপর অতিরিক্ত দামে স্যালাইন বিক্রির দায়ে সিরাজগঞ্জের ওই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও বাজার স্টেশন এলাকায় স্টিকারবিহীন বিদেশি চকলেট বিক্রির দায়ে স্মরণ ফলঘরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

মো. হাসান-আল-মারুফ বলেন, হেলথ এন্ড লাইফ ফার্মেসিতে ডিএনএস স্যালাইনের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা ১০০.৮৯ টাকা। কিন্তু বিক্রি করছিলেন ২৫০ টাকা। ক্রেতা সেজে সেখানে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্য নেওয়ার বিষয়টি হাতেনাতে ধরা হয়। এরপর ওই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান