, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


২ সপ্তাহের জন্য জামিনে মুক্তি পেলেন ইমরান খান

  • আপলোড সময় : ১২-০৫-২০২৩ ০৪:৫১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৩ ০৪:৫১:০৫ অপরাহ্ন
২ সপ্তাহের জন্য জামিনে মুক্তি পেলেন ইমরান খান
এবার দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নাটকীয় গ্রেপ্তারকে বেআইনি বলে রায় দেয়ার একদিন পর সুরক্ষিত জামিনে মুক্তি পেয়েছেন তিনি।  আজ শুক্রবার বিচারকরা খানকে সুরক্ষিত জামিনে মুক্তি দেন, যার অর্থ তাকে কমপক্ষে দুই সপ্তাহের জন্য পুনরায় গ্রেপ্তার করা যাবে না।

এর আগে আজ শুক্রবার দুপুরে আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় ইমরান খানকে আদালতে নেয়া হয়। ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াঁগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

গতকাল বৃহস্পতিবার ১১ মে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আদালত চত্বর থেকে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার বেআইনি ঘোষণা করেন। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুসারেই শুক্রবার হাইকোর্টে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস