মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। আজ সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ২৩ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব দলটির প্রতিনিধি দলে আছেন- বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং বিএনপি মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।
অন্যদিকে বৈঠকে আইআরআই’র পক্ষে আছেন বনি গ্লিক, জামিল জাফের, জোহানা কাও, ক্রেগ হ্যালস্টেড ও জিওফ্রে ম্যাকডোনাল্ড এবং এনডিআই’র পক্ষে আছেন রিক ইন্ডারফার্থ, মারিয়া চিন আব্দুল্লাহ, মনপ্রীত সিং আনন্দ, জেমি স্পাইকারম্যান ও আকাশ কল্লুরী। বৈঠকে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ড্যানিয়েল রেইলি এবং কাজী শাহীদুল ইসলাম। বিষয়টি বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।