এবার নড়াইল–২ আসনের সব পূজামণ্ডপে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা থাকবে বলে জানিয়েছেন সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মুর্তজা। নিজ উদ্যোগে প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামরার আওতায় রাখার কথা জানিয়েছেন তিনি।
গতকাল রবিবার দুপুরে নড়াইল কেন্দ্রীয় টাউন কালীবাড়ী মন্দিরে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। আসন্ন দুর্গা পূজা উৎসবমুখর এবং নিরাপদে আয়োজনের লক্ষ্যে জেলা পূজা উদ্যাপন কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করে।
এ সময় মাশরাফি বলেন, ‘পূজার নিরাপত্তায় আমার নিজ উদ্যোগে নড়াইল-২ আসনের প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা দেওয়া হবে।’ নড়াইল–২ এর এই সংসদ সদস্য বলেন, ‘আপনারা আস্থা রাখেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জেলা প্রশাসন, জেলা পুলিশ, আওয়ামী লীগ কাজ করছে। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। আপনাদের কিছু হবে না। আমরা আপনাদের সঙ্গে আছি।’
অনুষ্ঠানে সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মন্দির ও পূজামণ্ডপের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে নড়াইলে এ বছর ৫৭১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজায় শান্তি, শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে মন্দির ও মণ্ডপের নিরাপত্তায় আনসার সদস্য, পুলিশ ও র্যাব টহল দেবে।