, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


প্রাণ ভয়ে পালাচ্ছে  ইহুদীরা, নিহত বেড়ে ৬০০

  • আপলোড সময় : ০৮-১০-২০২৩ ০৬:৩৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৩ ০৬:৩৩:৪০ অপরাহ্ন
প্রাণ ভয়ে পালাচ্ছে  ইহুদীরা, নিহত বেড়ে ৬০০
এবার হামাস যোদ্ধাদের ‘আল-আকসা স্ট্রম’ নামের সামরিক অভিযানে ইসরায়েলি সেনাবাহিনীসহ দেশটির সীমান্ত এলাকায় বসতি স্থাপনকারীরা বিপর্যস্ত হয়ে পড়েছে। ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার পর সেখানকার অনেক ইসরায়েলি নাগরিক এখন প্রাণ ভয়ে পালাচ্ছেন বলে জানা গেছে।

অপরদিকে হামাসের হামলায় ইসরায়েলে মৃত্যুর সংখ্যা ৬০০ ছাড়িয়েছে।  এ বিষয়ে আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী জনবসতি সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। অর্থাৎ, গাজার সীমান্ত এলাকার ইসরায়েলি নাগরিকদের তাদের বাড়ি-ঘর খালি করতে বলা হয়েছে। 

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, প্রাথমিকভাবে গাজার সীমান্ত বেড়া সংলগ্ন বসতিগুলো খালি করা হচ্ছে। ওই জনবসতিগুলোর নাম - নাহাল ওজ, এরেজ, নির আম, মাফালসিম, কেফার গাজা, গাভিম, অর হানার, আইভিম, নাতিভ হাথারা, ইয়াদ মোর্দেচাই, কারমিয়া, জিকিম, কেরেম। শালোম, কিসুফিম, হোলিট, সোফা, নিরিম, নির ওজ, এইন হাসলোশা, নির ইতজাক, বারি, ম্যাগেন, রিম, সাদ এবং আলুমিম।

এদিকে ইসরায়েলি সেনারা টুইট করে বলেছে, বর্তমান পরিস্থিতির কারণে ইসরায়েলি নাগরিকদের তাদের বাড়ি-ঘর খালি করতে বলা হয়েছিল। আরও জনবসতি খালি করা হতে পারে। তাদের সামরিক বাহিনী এর আগে বলেছিল, গাজার সীমান্ত বেড়া সংলগ্ন শহরে বসবাসকারী সমস্ত বাসিন্দাদের ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে নেওয়া হবে।

অপরদিকে হামাসের হামলায় ইসরায়েলে মৃত্যুর সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এছাড়া হামাস দাবি করেছে যে সামরিক বাহিনীর সদস্যসহ উল্লেখযোগ্য সংখ্যক ইসরায়েলিকে তারা বন্দী করেছে। তবে ঠিক কতজনকে জিম্মি করা হয়েছে সে বিষয়ে হামাস কিছু জানায়নি।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম দৈনিক জেরুসালেম পোস্ট জানিয়েছে, শনিবার সকালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৭৫০ ইসরায়েলি নিখোঁজ হয়েছে। সূত্র : আল-জাজিরা, জেরুসালেম পোস্ট 
সর্বশেষ সংবাদ