, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ফিলিস্তিনকে সমর্থন ব্রিটিশ ক্লাব সেল্টিকের

  • আপলোড সময় : ০৮-১০-২০২৩ ০৪:২২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৩ ০৪:২২:৩৪ অপরাহ্ন
ফিলিস্তিনকে সমর্থন ব্রিটিশ ক্লাব সেল্টিকের
এবার আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। গতকাল শনিবার হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজাভিত্তিক ফিলিস্তিনি বাহিনীর হামলায় এ পর্যন্ত ৩০০ ইসরায়েলি নিহত হয়েছে, আহত ৯ শতাধিক। ইসরায়েলের পাল্টা হামলায় অন্তত ২৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
 
এদিকে ইসরায়েল-ফিলিস্তিন প্রশ্নে আবারও দুভাগ হয়েছে বিশ্ব। কেউ ইসরায়েলকে সমর্থন করছে, কেউ পক্ষে আছে ফিলিস্তিনের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, 'আমরা ইসরায়েলের পাশে আছি।'

একই অবস্থান ভারতেরও। হামাসের হামলার নিন্দা জানিয়ে ইসরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ, আমেরিকার হোয়াট হাউস, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট। ওদিকে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে ইরান।

শুধু রাজনৈতিক অঙ্গনই কি এই প্রশ্নে দ্বিধাবিভক্ত? অবশ্যই নয়! খেলার দুনিয়াতেও ছাপ পড়েছে এই সংঘাতের।  স্কটিশ ফুটবল ক্লাব সেল্টিকই যেমন, সমর্থন জানিয়েছে ফিলিস্তিনকে। স্কটিশ লিগের ম্যাচে গতকাল কিলমারনোকের বিপক্ষে ঘরের মাঠ পার্কহেডে নেমেছিল সেল্টিক। জিতেছে ৩-১ গোলে।

তবে দলের জয় ছাপিয়ে বড় হয়ে উঠেছে সেল্টিক-সমর্থকদের ফিলিস্তিন সমর্থন। খেলা দেখতে দুটো ব্যানার নিয়ে গিয়েছিল তারা, একটায় লেখা ছিল, ‘ফিলিস্তিনকে মুক্ত কর’, আরেকটায় ‘সহনশীলদের বিজয়’।

এদিকে নিজের সাবেক ক্লাবের সমর্থকদের এই আচরণে কষ্ট পেয়েছেন সেল্টিকের সাবেক ইসরায়েলি মিডফিল্ডার নির বিটন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেল্টিকের সমর্থকদের ধুয়ে দিয়েছেন দলটায় দশ বছর খেলা এই ইসরায়েলি মিডফিল্ডার।
সর্বশেষ সংবাদ
এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না: সিইসি

এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না: সিইসি