, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ , ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার

  • আপলোড সময় : ০৮-১০-২০২৩ ০৩:৫৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৩ ০৩:৫৭:৩৮ অপরাহ্ন
৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার ছবি: সংগৃহীত
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে। কার্ডধারী এক কোটি দরিদ্র পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকি মূল্যে দুই কেজি করে পেঁয়াজ বিক্রি করবে সংস্থাটি।

রবিবার (৮ অক্টোবর) টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল সোমবার থেকে এ পেঁয়াজ বিক্রয় করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সোমবার থেকে পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর কার্ডধারী ভোক্তার কাছে পেঁয়াজ বিক্রি হবে। প্রতি কেজির মূল্য ধরা হয়েছে ৩৫ টাকা। তবে এই পেঁয়াজ দেশে আসার পর সরবরাহ করা হবে।

টিসিবি সূত্রে জানা গেছে, চলতি মাস থেকেই চাল, ডাল ও তেলের সঙ্গে পেঁয়াজ পাবেন ক্রেতারা। এর বাইরে ঢাকায় খোলাবাজারে ট্রাকের মাধ্যমেও পেঁয়াজ বিক্রির পরিকল্পনা আছে টিসিবির।
গাজাকে নিজের পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক: এরদোয়ান

গাজাকে নিজের পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক: এরদোয়ান