, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ


বৃষ্টির কারণে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের টস হতে বিলম্ব

  • আপলোড সময় : ১২-০৫-২০২৩ ০৩:৪০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৩ ০৩:৪০:৪৭ অপরাহ্ন
বৃষ্টির কারণে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের টস হতে বিলম্ব
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। শঙ্কা রয়েছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ মাঠে গড়ানো নিয়েও। কেননা আজও রয়েছে বৃষ্টির শঙ্কা। তবে সবঠিক থাকলে আজ শুক্রবার বিকাল ৩টা ৪৫ মিনিটে চেমসফোর্ডে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। 

এদিকে বৃষ্টির কারণে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচের টস হতে বিলম্ব হচ্ছে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামার আগে অবশ্য গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পেসার শরীফুল ইসলাম।

ম্যাচের পরিকল্পনা নিয়ে এই পেসার বলেন, ‘অবশ্যই আমরা জয়ের জন্যই নামব। অন্য কোনো পরিকল্পনা নেই। বেসিকটাই আমরা যেন জয়টা চিনিয়ে আনতে পারি।’  এদিকে  ধারণা করা হচ্ছে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও একই একাদশ নিয়ে নামবে বাংলাদেশ দল। সেক্ষেত্রে এই ম্যাচেও একাদশে না দেখার সম্ভাবনা বেশি ইয়াসির রাব্বির জন্য।

বাংলাদেশ (সম্ভাব্য একাদশ)-  তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ