, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশের ৪১ হলে মুক্তি পেল ‘পাঠান’, কেক কেটে শাহরুখ ভক্তদের উচ্ছ্বাস

  • আপলোড সময় : ১২-০৫-২০২৩ ০৩:২৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৩ ০৩:২৪:৪৫ অপরাহ্ন
বাংলাদেশের ৪১ হলে মুক্তি পেল ‘পাঠান’, কেক কেটে শাহরুখ ভক্তদের উচ্ছ্বাস
অবশেষে অনেক বাধা-বিপত্তি কাটিয়ে অবশেষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। আজ শুক্রবার ১২ মে থেকের ৪১টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে সিনেমাটির ২০৬টি করে শো প্রদর্শনী হবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমায় শাহরুখ ছাড়াও আরও অভিনয় করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহম। 

এছাড়া ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান। চলতি বছরের গত ২৫ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাওয়া এ সিনেমা ভারতের বক্স অফিসে অতীতের সব রেকর্ড ভেঙেছে। বলিউডের বক্স অফিসের সফল এ সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন। 

‘পাঠান’ বাংলাদেশে মুক্তির জন্য মন্ত্রণালয়ের অনুমতি, সেন্সর বোর্ডের ছাড়পত্রসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে বিভিন্ন প্রেক্ষাগৃহে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এদিকে সিনেমাটি বাংলাদেশে মুক্তির প্রথম সপ্তাহে প্রথম দিনে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে উচ্ছ্বাস দেখা গেছে শাহরুখ ভক্তদের মাঝে। কেউ কেউ কেক কেটেও আনন্দ উযাপন করেছেন।
 
শাহরুখ ভক্তদের ভাষ্যমত, আমরা শাহরুখ খানের বাংলাদেশি ভক্ত। এতদিন তার সিনেমা ছোটপর্দায় দেখে আসছি আমরা। এবার আমাদের দেশের সিনেমা হলে বড়পর্দায় দেখতে পাব, এটা ভাবতে ভালো লাগছে। প্রসঙ্গত, বাংলাদেশে ‘পাঠান’ সিনেমা আমদানির শর্তে ভারতে রপ্তানি করা হয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘পাংকু জামাই’ সিনেমা।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস