, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


প্লে-অফের স্বপ্ন শেষ মিয়ামির

  • আপলোড সময় : ০৮-১০-২০২৩ ১০:০৯:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৩ ১০:০৯:৫৭ পূর্বাহ্ন
প্লে-অফের স্বপ্ন শেষ মিয়ামির
লিওনেল মেসি ইন্টার মিয়ামির হয়ে সবশেষ ২১ সেপ্টেম্বর টরন্টোর বিপক্ষে মাঠে নেমেছিলেন। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে ৩৬ মিনিটে উঠে যান আর্জেন্টাইন তারকা। সেই ম্যাচে ৪-০ গোলের ব্যবধানে জিতেছিল মিয়ামি। এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন মেসি, জিততে পারেনি মিয়ামিও।

তবে আর্জেন্টাইন তারকার ফেরার দিনেও সিনসিনাটির কাছে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে দলটি। আজ রবিবার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে খেলা শুরুর আগে মিয়ামি সমর্থকদের চোখ ছিল লাইনআপের দিকে। প্রিয় তারকা এদিন খেলবেন কি খেলবেন না তা নিয়ে রাজ্যের কৌতূহল ছিল তাদের।

তবে মেসি ফিরেছেন, কিন্তু দলকে জয় উপহার দিতে পারেননি। ৫৫ মিনিটে বদলি হয়ে নামার পর, আর্জেন্টাইন তারকা ম্যাচে তেমন প্রভাব রাখতে পারেননি। ইনজুরি থেকে ফেরার কারণে সেরা ছন্দে ছিলেন না মেসি। মাঠে নামার পর থেকে খুব একটা সুযোগ তৈরী করতে পারেননি তিনি।

দুটি ফ্রিকিক নিয়েছিলেন, কিন্তু গোলবারের উপর দিয়ে মেরেছেন মেসি। আর্জেন্টাইন তারকার ফেরাও মিয়ামিকে হার থেকে রক্ষা করতে পারেনি। আলভারো বারেলের গোলে ৭৮ মিনিটে পিছিয়ে পড়ে ফ্লোরিডার দলটি। এরপর চেষ্টা করেও হার এড়াতে পারেনি মিয়ামি। তাতেই শেষ হয়ে গেছে মেজর লিগ সকারের প্লে-অফ খেলার স্বপ্ন।

আর এই হারের পর ৩২ ম্যাচে ৯ জয়, ৬ ড্র ও ১৭ হারে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৪ নম্বরে থাকল মিয়ামি। পরের দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট পেলেও ফ্লোরিডার ক্লাবটির প্লে–অফ খেলার জন্য যথেষ্ট হবে না। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস