এবার ইসরায়েলে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের রকেট হামলার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। খবর আরব নিউজ।
গতকাল শনিবার ফোনালাপে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে ফয়সাল বিন ফারহান বলেন, কোনো অবস্থাতেই যেন ফিলিস্তিনিদের বেসামরিক নাগরিকরা যেন ইসরায়েলে হামলার লক্ষ্যবস্তু না হয়। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ফিলিস্তিনের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করার নিন্দা জানায় রিয়াদ। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতে এ তথ্য জানিয়েছে।
অন্য আরও একটি ফোন কলে ইউরোপীয় পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে কথা বলেছেন বিন ফয়সাল। এর আগে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলমান পরিস্থিতি শান্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে তারা সৌদি আরব ও জর্ডানের সঙ্গে আলোচনা করেছে।
এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামালার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল, এতে ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ১৬০০ জনের অধিক। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের ইতিহাসে গতকাল শনিবার স্মরণকালের হামলা চালিয়েছে হামাস। ইসরায়েলের অভ্যন্তরে হাজার হাজার রকেট হামলা চালায় হামাস।
এদিকে ইসরায়েলের জাতীয় উদ্ধার সহায়তাকারীরা জানান, হামাসের হামলায় ২৫০ জন নিহত হয়েছে, আহত হয়েছেন শতাধিক। ইসরায়েলের ইতিহাসে এটি ভয়াবহ হামলা। হামলা চালিয়েছে হামাসের সৈন্যরা অসংখ্য ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য এবং নাগরিকদের আটক করে গাজায় নিয়ে গেছে।