, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বড় কিছু অর্জন করতে চাইলে সব পজিশনে মানিয়ে নিতে হবে: মিরাজ

  • আপলোড সময় : ০৮-১০-২০২৩ ০৯:৩৮:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৩ ০৯:৩৮:২৬ পূর্বাহ্ন
বড় কিছু অর্জন করতে চাইলে সব পজিশনে মানিয়ে নিতে হবে: মিরাজ
 মেহেদি হাসান মিরাজ গত কয়েক মাসে একেক ম্যাচে একেক পজিশনে ব্যাটিং করার চ্যালেঞ্জ থাকলেও সেটা মানিয়ে নিয়েছেন ভালোভাবেই। মিরাজ জানালেন, বড় কিছু অর্জন করতে চাইলে যেকোন পজিশনে নিজেকে মানিয়ে নিতে হবে। সেই সঙ্গে ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার চান যেন দলের হয়ে শতভাগ দিতে পারেন।

গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘একটা জিনিস দেখেন যে আমরা ক্রিকেট খেলোয়াড় মানিয়ে নেয়াই আমাদের গুরুত্বপূর্ণ। শুধু আমি না, আমার কাছে মনে হয় প্রত্যেকটা খেলোয়াড়ই এই পরিস্থিতিতে মানিয়ে নিয়ে এসেছে এবং বড় কিছু অর্জন করতে গেলে মানিয়ে নেয়াটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই, আমি যে জিনিসটা মানিয়ে নেয়ার চেষ্টা করেছি সবসময় তো আট নম্বরে ব্যাটিং করেছি।’

তিনি আরও বলেন, ‘আট নম্বরে তো সবসময় সুযোগ পাওয়া যায় না অনেক বড় স্কোর করা, ওইখানে বল কম থাকে। কিন্তু আমি যদি সুযোগ পাই আমি যেন আমার শতভাগ দিতে পারি সেটা যেকোন পজিশনেই হোক না কেন। এভাবে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছি এবং এভাবে চিন্তা করেছি কিভাবে কি করা যায়। এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ।’

মিরাজ বলেন, ‘বিভিন্ন পজিশনে বিভিন্ন পরিস্থিতি থাকে কিন্তু আমি বেশি কিছু চিন্তা করার চেষ্টা করি না। আমি চিন্তা করি যে যেহেতু আমাকে সুযোগ দিয়েছে আমি চেষ্টা করব কাজে লাগানোর। আপনি দেখেন আট নম্বরের চেয়ে উপরে যেকোন জায়গায় ব্যাটিং করা ভালো। আমি নিজের কাছে বিশ্বাস করি আমি ব্যাটিং করতে পারি।’

তিনি আরও বলেন, ‘দিনশেষে দলও উপকৃত হবে যদি আমি ভালো খেলতে পারি। অবশ্যই অনেক সময় সমস্যা হয় কিন্তু সমস্যাটা বেশি মাথায় নিই না। যেখানেই দিক না কেন দলের প্রয়োজনে ভালো পারফর্ম করতে হবে। দিনশেষে আমরা সবাই তো দলের জন্যই খেলি। চেষ্টা করি দলের প্রয়োজনে যেকোন পজিশনে খেলার জন্য।’
বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী