এবার হামাসের হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী। আজ শনিবার হামাসের সদর দপ্তরসহ বিভিন্ন কম্পাউন্টে ১৭টি হামলা করেছে ইসরায়েল। তবে গাজায় প্রবেশের পর বেশ কয়েক জন ইসরায়েলি সেনাদের আটকে ফেলেছে ফিলিস্তিনি যোদ্ধারা। এমনকি এ সময় একটি ট্যাংক ধ্বংস করার কথাও জানিয়েছে তারা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের একটি ট্যাংক গাজায় প্রবেশ করলে তাতে আগুন দেওয়া হয়। এর পর চারপাশে উল্লাস করতে থাকেন সবাই। এ সময় আহত এক ইসরায়েলি সেনাকে ট্যাংক থেকে বের করতে দেখা যায়। এই ট্যাংকে থাকা সেনাদেরই হামাস যোদ্ধারা আটক করেছেন।
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, হামাসের হামলায় ৪০ জন নিহত ও ৭৫০ জন আহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। আর গাজায় হামলার পর সেখানে মারা গেছেন ৯ জন। ফিলিস্তিনকে সমর্থন দিল ইরান, বিশ্বনেতারা কী বলছেন ফিলিস্তিনকে সমর্থন দিল ইরান, বিশ্বনেতারা কী বলছেন
এদিকে ইসরায়েলের জনগণকে এক হতে বলেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, দেশটির সেনাবাহিনীর প্রধান লক্ষ্য হচ্ছে শত্রু বাহিনী যে এলাকাগুলোতে অণুপ্রবেশ করেছে, তাদের সেই এলাকা থেকে সরানো এবং আক্রমণ করা বসতিগুলোতে নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনা।
এরই মধ্যে মন্ত্রিপরিষদের নিরাপত্তা বিভাগের সঙ্গে বৈঠকে বসেছেন নেতানিয়াহু। এর আগে তিনি বলেন, গাজা উপত্যকা থেকে শত্রুদের হটাতে হবে। আমরা যুদ্ধে নেমেছি: নেতানিয়াহু আমরা যুদ্ধে নেমেছি: নেতানিয়াহু ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক হামলা শুরুর দাবি করেছে ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী দল হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি শনিবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে।