, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ


আর্জেন্টিনা ফুটবল দলকে ধন্যবাদ জানিয়ে তাসকিনের পোস্ট

  • আপলোড সময় : ০৭-১০-২০২৩ ০৩:৫০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৩ ০৮:১৫:৫৪ অপরাহ্ন
আর্জেন্টিনা ফুটবল দলকে ধন্যবাদ জানিয়ে তাসকিনের পোস্ট
এক বিশ্বকাপ একসূত্রে গেঁথে দিয়েছে দেশ দুটিকে। কাতার বিশ্বকাপের সময়ে লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের জন্য বাংলাদেশের সাধারণ মানুষের অগাধ প্রেম দেখেছে বিশ্ব। তাতে মুগ্ধ হয়েছেন মেসিরা, আর্জেন্টিনার সাধারণ মানুষও আপন করে নিয়েছে বাংলাদেশকে।

এদিকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে, বাণিজ্যিক সম্পর্কও জোরদার হয়েছে। ফুটবল বিশ্বকাপের মাস দশেক পর ক্রিকেটে আরেক বিশ্বকাপের আগে সে সম্পর্ক আবার সামনে। গতকাল আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে পথচলা শুরু হয় বাংলাদেশ দলের, তার আগে সাকিব আল হাসান ও বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছে আর্জেন্টিনা। 
 
সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা দলের পেইজ থেকে বাংলাদেশকে শুভকামনা জানিয়ে পোস্টে লেখা হয়েছে, 'আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ পথচলার শুরুতে বাংলাদেশকে দলকে জানাই শুভকামনা। চ্যাম্পিয়ন হওয়ার প্রেরণাই যেন আপনাদের বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যায়।'

এদিকে পোস্টটায় অবশ্য 'পেইড পার্টনারশিপ' লেখা, বিকাশ বাংলাদেশকে ট্যাগ করা। নিচে হ্যাশট্যাগেও আইসিসি বিশ্বকাপ, বাংলাদেশ ও আর্জেন্টিনার পাশে বাংলাদেশি আর্থিক প্রতিষ্ঠান বিকাশের নাম আছে। মাস কয়েক আগে বিকাশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি হয়েছে আর্জেন্টিনা দলের, সে সূত্র ধরেই যে এই শুভকামনা জানানো পোস্ট - তা তো বোঝাই যায়। 

পোস্টে ছবিতে বাংলাদেশের কয়েকজন ভক্তের সামনে বড় করে পেসার তাসকিন আহমেদের ছবি দেয়া। আর্জেন্টিনা দলের পোস্টের পর ফেইসবুকে তাসকিনও তাই নতুন পোস্টে লিখেছেন, 'শুভকামনার জন্য ধন্যবাদ, আর্জেন্টিনা ফুটবল দল। বাংলাদেশ এবং আমাদের দলে অগণিত সমর্থকের জন্য সাফল্য এনে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।'
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ