, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বৃষ্টিতে রেললাইনের মাটি সরে কিশোরগঞ্জে ট্রেন চলাচল বন্ধ

  • আপলোড সময় : ০৭-১০-২০২৩ ০৩:১৬:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৩ ০৩:১৬:৩৮ অপরাহ্ন
বৃষ্টিতে রেললাইনের মাটি সরে কিশোরগঞ্জে ট্রেন চলাচল বন্ধ ছবি: সংগৃহীত
টানা  দুইদিনের বৃষ্টিতে লাইনের নিচ থেকে মাটি সরে যাওয়া কিশোরগঞ্জে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। জেলার মানিকখালির হালিমপুর এর মধ্যবর্তী লাইনে ভেঙে যাওয়ায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে আড়াই ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

এতে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতী সরারচর স্টেশনে আটকা পড়েছে। অপর দিকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসা ছেড়ে নাসিরাবাদ এক্সপ্রেস মানিকখালী স্টেশনে আটকা পড়েছে।

শনিবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ রেল স্টেশনের মাস্টার মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃষ্টিতে রেল লাইনের মাটি সরে যাওয়া মূল লাইন ভেঙে গেছে।

লাইন মেরামতের কাজ চলছে। মেরামত করতে ঘন্টা দেড়েক সময় লাগতে পারে। মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে এই কর্মকর্তা।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস