, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু উড়িয়ে দেওয়ার হুমকি

  • আপলোড সময় : ০৭-১০-২০২৩ ০২:৫৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৩ ০২:৫৮:২৫ অপরাহ্ন
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু উড়িয়ে দেওয়ার হুমকি
চলতি বিশ্বকাপে উদ্বোধনি, ফাইনাল ম্যাচসহ আগামী ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। সর্বমোট এবারের বিশ্বকাপে ৫টি ম্যাচ হবে এই মাঠে। বিশ্বকাপ শুরু হতে না হতেই স্টেডিয়ামটি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

এদিকে ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সিকে ই–মেইলে মাধ্যমে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের সঙ্গে স্টেডিয়ামটি যার নামাঙ্কিত সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে লিখেছে, কারাবন্দী গ্যাংস্টার লরেন্স বিঞ্চয়ের মুক্তি চাওয়ার পাশাপাশি ৫০০ কোটি রুপি দাবি করেছেন হুমকিদাতারা।

এদিকে মুম্বাই পুলিশ, গুজরাট পুলিশসহ আরো কিছু নিরাপত্তা সংস্থাকে বিষয়টি জানিয়ে এনআইএ। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ প্রকাশ করেছে, এই হুমকির পর মেইলের উৎস খুঁজে বের করার তোড়জোড় চলছে।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর