, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বকাপে আম্পায়ারের ভুল, দিলেন ৫ বলেই ওভার!

  • আপলোড সময় : ০৬-১০-২০২৩ ০৮:০৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৩ ০৮:০৯:১৭ অপরাহ্ন
বিশ্বকাপে আম্পায়ারের ভুল, দিলেন ৫ বলেই ওভার!
চলতি আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচে মারাত্মক এক ভুল করেছেন আম্পায়াররা। এই ম্যাচের পাকিস্তানের ইনিংসের ১৪তম ওভারটি শেষ হয়েছে মাত্র ৫ বলে। কিন্তু মাঠে কিংবা বাইরে দায়িত্বে থাকা কেউই বিষয়টি টের পাননি।

এদিকে দ্য গ্রিন ম্যানদের ইনিংসে তখন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল ক্রিজে ছিলেন। আর ডাচদের হয়ে বোলিংয়ে ছিলেন পল ফন মিরকেরান। এই ওভারের প্রথম তিন বলে কোনো রানই দেননি ডাচ এই পেসার। এরপর তার চতুর্থ বলে রিজওয়ান সিঙ্গেল নেন। আর পঞ্চম বলে বাউন্ডারি হাঁকান শাকিল।

এরপরই ওভার ঘোষণা করেন দুই অনফিল্ড আম্পায়ার ক্রিস ব্রাউন ও আদ্রিয়ান হোল্ডস্টোক। অথচ ওভার শেষ হতে তখনো বাকি একটি বল, তা কেউই টের পাননি। এমনকি তাদের সতর্ক করেননি টিভি আম্পায়ার রড টাকারও।

তবে বিশ্বমঞ্চে আম্পায়ারদের এমন ভুল এবারই প্রথম ভুল নয়। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচেও এমন ভুল করেছিলেন আম্পায়াররা। ওই ম্যাচে আলিম দার ও ল্যাংটন রুসেয়ার অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন।

এদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৮ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। সেখান থেকে মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আনপ্রেডিক্টেবলরা। তবে নির্ধারিত ৫০ ওভারের আগেই ২৮৬ রানে অল-আউট হয়ে যায় বাবর আজমের দল। পাকিস্তানের দেওয়া ২৮৭ রানের জবাবে ব্যাট করছে ডাচরা।
 
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর