, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


তামিমকে নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন হাতুরু!

  • আপলোড সময় : ০৬-১০-২০২৩ ০৪:২৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৩ ০৪:২৭:১৯ অপরাহ্ন
তামিমকে নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন হাতুরু!
আগামীকাল আগফানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। আগামীকাল শনিবার ৭ অক্টোবর আফগানদের বিপক্ষে বাংলাদেশ সময় সকাল ১১টায় মাঠে নামবে সাকিব আল হাসানের দল। আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বেশ ফুরফুরে মেজাজে টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

এদিকে ম্যাচ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে তামিম ইকবাল না থাকায় আফগান পেসার ফজলহক ফারুকির বিপক্ষে বাংলাদেশ স্বস্তিতে থাকবে কিনা এমন প্রশ্নে হাথুরুসিংহে বলেন, ‘অদ্ভূত প্রশ্ন। আপনি এমন একজনের ব্যাপারে জানতে চেয়েছেন যে এখানে নেই।

আমি জানি না এই প্রশ্নের কী উত্তর দেবো। ফারুকী ভালো বোলার। যেই তাকে খেলুক না কেন, তাতে কিছু যায় আসে না। আফগানিস্তানের জন্য কয়েক বছর ধরে ভালো করছে। যে তাকে খেলবে, তার প্রতি সম্মান দিতেই হবে।’

এদিকে ওপেনিং সম্পর্কে কোচের কাছে জানতে চাওয়া হয় আফাগানিস্তানের বিপক্ষে মেইকশিফট ওপেনার হিসেবে মিরাজ নাকি নিয়মিত ওপেনার তানজিদ তামিম খেলবেন।

ওপেনিং নিয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘আমাদের দুটি বিকল্প আছে আপনি যেমন বলেছেন। আমরা আগামীকাল সকালে জিনিসটা নিয়ে ভালো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় থাকবো। আমরা দেখবো আগামীকাল আমরা আগে ব্যাট করবো নাকি পরে, এরপর সিদ্ধান্ত নেবো।’
এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ

এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ