, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


আফগানদের বিপক্ষে নামার আগে মিরাজের আবেগঘন স্ট্যাটাস

  • আপলোড সময় : ০৬-১০-২০২৩ ০২:৫৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৩ ০২:৫৯:১১ অপরাহ্ন
আফগানদের বিপক্ষে নামার আগে মিরাজের আবেগঘন স্ট্যাটাস ছবি: মিরাজের ফেসবুক থেকে নেয়া
ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মহারণ দিয়ে শুরু হয়েছে ভারত বিশ্বকাপের আসর। প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়েছেন কিউইরা। শনিবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হবেন টাইগাররা। এদিকে বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম মেহেদী হাসান মিরাজ। দলের প্রয়োজনে যখন যেখানে দরকার সেখানেই নিজেকে উজাড় করে দিচ্ছেন এই অলরাউন্ডার। আফগানিস্তানের বিপক্ষে নামার আগে মিরাজ স্মরণ করলেন তার প্রথম ক্রিকেট শিক্ষক মো. আল মাহমুদকে।

২০১৬ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মিরাজের। এর আগে বয়সভিত্তিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছিলেন এই স্পিন অলরাউন্ডার। ক্রিকেটীয় ক্যারিয়ার শুরুর আগে মিরাজের ছিল টানাপোড়েনের গল্প।  মিরাজ নজরে পড়েছিলেন স্থানীয় কোচ আল মাহমুদের। খুলনার খালিশপুর এলাকার কাশীপুর ক্রিকেট একাডেমির কোচ ছিলেন তিনি। যিনি মিরাজকে কোচিংয়ের পাশাপাশি খেলার সরঞ্জামাদি দিয়েও সহায়তা করেছিলেন।

তাই বিশ্বকাপের ব্যস্ততার মধ্যেও বিশ্ব শিক্ষক দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন ক্রিকেটের প্রথম শিক্ষক আল মাহমুদকে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তার পুরনো কোচের সঙ্গে হাস্যজ্বল একটি ছবি পোস্ট করেছেন।

ছবির ক্যাপশনে মিরাজ লেখেন, আমার আজকের ‘মিরাজ’ হয়ে ওঠার গল্পের শুরুটা যার হাত ধরে, তিনি মো. আল মাহমুদ স্যার। আমার ক্রিকেটীয় জীবনের প্রথম কোচ, যার হাত ধরে ক্রিকেটে আমার হাতেখড়ি। নানান সীমাবদ্ধতা অতিক্রম করে যে মানুষটা আমাকে প্রস্তুত করেছেন।

তিনি আরও লেখেন, বিশ্ব শিক্ষক দিবসের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আল মাহমুদ স্যারসহ আমার অন্যান্য সকল কোচকে, যারা আমার পথচলার অংশ হয়ে ভালো-খারাপ প্রতিটি মুহুর্তে আমাকে সহায়তা করেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা।
সর্বশেষ সংবাদ