আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: বৌভাত খেতে এসে সিরাজগঞ্জের কামারখন্দে কনে পক্ষের বাস ঢালু রাস্তায় গাড়ি নামাতে গিয়ে খাদে উল্টে গিয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় গুড়িগুড়ি বৃষ্টির সময় উপজেলার জামতৈল গ্রামে সিরাজগঞ্জ- ঈশ্বরদী রেলওয়ে এলাকায় বুদ্ধুর ঢালা হিসেবে পরিচিত স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বিয়ে বাড়ী সূত্রে জানা যায়, গত বুধবার জামতৈল গ্রামের ছেলের সাথে জেলার কাজিপুর থানার বিয়ারা গ্রামের মেয়ের আনুষ্ঠানিক ভাবে বিয়ে সম্পন্ন হয়ে বরপক্ষ বউ নিয়ে আসে। বৃহস্পতিবার সিরাজগঞ্জ-কাজিপুর রাস্তায় চলাচলরত মায়ের দোয়া নামের বাস রিজার্ভ করে কনেপক্ষের ৫০জন যাত্রী নিয়ে দুপুরে জামতৈল গ্রামে বৌভাত অনুষ্ঠানে উপস্থিত হয়। অনুষ্ঠান শেষে যাত্রীছাড়া ড্রাইভার হেলপারকে নিয়ে কিছুদূর এগিয়ে গিয়ে বাস ঘুরিয়ে আনার জন্য গেলে সিরাজগঞ্জ- ঈশ্বরদী রেলওয়ে এলাকায় বুদ্ধুর ঢালা হিসেবে পরিচিত স্থানে ঢালা থেকে নেমে ঘুরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশেথাকা খাদে উল্টে যায় বাসটি। এতে শুধু ড্রাইভার আহত হয়ে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে কনেপক্ষ অন্য একটি বাস ভাড়া করে চলে যায়।
এলাকাবাসী আরো বলেন, এই স্থানটি অনেক বিপদজনক অবস্থায় রয়েছে। পুরাতন গেট থেকে ১০০মিটার দূরে নতুন গেট নির্মাণ এখনো শেষ হয়নি। নতুন করে পাশে থেকে মাটি কেটে সড়ক তৈরি করা হয়েছে ঠিকই কিন্তু রেলগেট থেকে নেমে যাওয়ার পর সড়কের পাশেই খাদ তৈরি করা হয়েছে। যেখানে এখন পর্যন্ত কোনো প্রতিরক্ষার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। দ্রুত এই স্থানটিতে প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার দাবি জানান তারা।
এবিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোহা রেজাউল ইসলাম বলেন, আমাদেরকে এখন পর্যন্ত কেউ জানায়নি। যেহেতু বাসটি রাস্তার পাশে থাকা খাদেতে উল্টে পড়ে রয়েছে রাস্তার ভিতরে নেই। এজন্য রাস্তায় চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। আমরা এবিষয়ে খোঁজ নিচ্ছি।