, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

  • আপলোড সময় : ০৬-১০-২০২৩ ১০:৩৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৩ ১০:৩৮:০৭ পূর্বাহ্ন
ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের
চলতি এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশের ব্যাটিং ও বোলিংয়ে পারফরম্যান্স ছিল একেবারেই ছন্দহীন। ভারতের বিপক্ষে একশো রানের গণ্ডিও পেরোতে পারেনি সাইফ হাসানের দল। বল হাতে টিম ইন্ডিয়ার ব্যাটারদের সামনে ছিল দিশেহারা।

৯ উইকেটের শোচনীয় পরাজয়ে টাইগারদের সামনে রয়েছে এখন কেবল ব্রোঞ্জ জয়ের আশা। আজ শুক্রবার বাংলাদেশ সময় সকালে চীনের হাংজুতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভার ব্যাট করলেও ৯ উইকেটে মাত্র ৯৬ রানেই আটকে যায়।

জবাবে ভারত ৬৪ বল হাতে রেখে এক উইকেট খুইয়ে ফাইনালের টিকিট কেটে স্বর্ণপদক জয়ের লড়াইয়ে পা রেখেছে। টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন করেন ৩২ বলে ২ ছক্কায় ২৩ রান। সাত নম্বরে নামা জাকের আলী ২৯ বলে এক ছক্কায় ২৪ রানে অপরাজিত থাকেন।

রাকিবুল হাসান দশ নম্বরে নেমে ৬ বলে ২ চার ও এক ছক্কায় ১৪ রান করেন। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি। ভারতের হয়ে সাই কিশোর ৪ ওভারে ১২ রান দিয়ে দখল করেন ৩ উইকেট। ওয়াশিংটন সুন্দর ২ উইকেট শিকার করেন।

সহজ লক্ষ্য তাড়ায় টিম ইন্ডিয়া রানের খাতা খোলার আগেই প্রথম ওভারে যশস্বী জয়সওয়ালের উইকেট হারায়। রিপন মন্ডলের বলে ফ্লিক করতে গিয়ে এ ওপেনার শর্ট ফাইন লেগে মৃত্যুঞ্জয় চৌধুরীর হাতে ধরা পড়েন। বাকি সময়টা ঋতুরাজ গায়কোয়াড় ও তিলক ভার্মা বাইশ গজে ঝড় তুলে টাইগার বোলারদের উপর শাসন চালান।

ফিফটি পাওয়া তিলক মাত্র ২৬ বলে ২ চার ও ৬ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন। ২৬ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৪০ রানে ক্রিজে ছিলেন ঋতুরাজ। দ্বিতীয় সেমিফাইনালে আজ দুপুরে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। এ ম্যাচের জয়ী দল শনিবার ফাইনালে হবে ভারতের প্রতিপক্ষ। পরাজিত তৃতীয় স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশের বিপক্ষে খেলবে।