, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


বাস মিস করায় খেলা হলো না বাংলাদেশের

  • আপলোড সময় : ০৫-১০-২০২৩ ০৮:০৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৩ ০৮:০৪:০৫ অপরাহ্ন
বাস মিস করায় খেলা হলো না বাংলাদেশের
এবার এশিয়ান গেমসে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশ। ভেন্যুতে যাওয়ার বাস মিস করায় এশিয়ান গেমসের ব্যক্তিগত পুরুষ কারাতের ইভেন্টে অংশ নেওয়া হয়নি কারাতে দলের খেলোয়াড়দের। ইতোমধ্যেই বিষয়টি জন্ম দিয়েছে বিতর্কের।

এদিকে ফুটবল ও ক্রিকেটের বাইরে টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশের বাকি অ্যাথলেটরা অবস্থান করছেন গেমস ভিলেজে। সেখান থেকে প্রতিদিন টুর্নামেন্টের ভেন্যুর উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে বাস ছেড়ে যায়৷ আজ বৃহস্পতিবার ৫ অক্টোবর স্থানীয় সময় সকাল সাতটার বাসে ভেন্যুতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ কারাতে দলের।

খেলোয়াড়রা নির্ধারিত সময়ের আগেই বাস ছাড়ার স্থানে উপস্থিত হলেও দলের ম্যানেজার ও কোচ বিলম্ব করতে থাকেন। আধা ঘণ্টা পর তারা নির্ধারিত স্থানে পৌঁছানোর পর ধরেন আটটার বাস।

এদিকে সেই বাস যখন গেমস ভেন্যুতে পৌঁছায় ততক্ষণে খেলা শুরু হয়ে গিয়েছিল। রিপোর্টিং টাইমে ভেন্যুতে পৌঁছাতে না পারায় কারাতে দলের অংশ নেওয়া সম্ভব হয়নি ব্যক্তিগত পুরুষ কারাতে ইভেন্টে।

তবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন কারাতে ফেডারেশনের কর্মকর্তারা। যদিও অলিম্পিক ফেডারেশনের কর্তারা বলছেন ভিন্ন কথা। ফেডারেশনের থেকে পাওয়া তথ্য মতে, কারাতে খেলোয়াড় হাসান আলির পেট খারাপ হওয়ায় তিনি টুর্নামেন্টে অংশ নিতে পারেননি।