এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেছেন, গণতন্ত্র আসলে আমাদের পরিবার থেকে শিক্ষা গ্রহণ করতে হব। গণতন্ত্র মানে শুধুই ভোট এ কথাটি এখন চ্যালেঞ্জ করবার সময় এসছে। আলোচনা করবার সময় এসেছে। কেননা গণতন্ত্র মানে শুধুই ভোট নয়। গণতন্ত্রের সঙ্গে শিক্ষা ও রুচিবোধের প্রশ্নটি জড়িত।
বুধবার (৪ অক্টোবর) সকালে কন্দ্রেীয় গ্রন্থাগারের একটি কক্ষে ‘ডেমোক্রেসি এন্ড সেকুলারিজম ফর জেন্ডার ইক্যুয়ালিটি’ র্শীষক আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলনে। বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও নজরুল বিশ্ববিদ্যালয়ের ওমেন পিস ক্যাফে অনুষ্ঠানটি আয়োজন করে।
তিনি বলনে, ডেমোক্রেসি এন্ড সেকুলারিজম শব্দ দুইটি আমাদরে সংবধিানে আছ। কিন্তু একটা সময় সংবধিান থেকে সেকুলারিজম শব্দ দুটি বাদ দিয়ে দেওয়া হয়েছিল। কারণ এই শব্দটির মধ্যে এমন একটি চেতনা আছে যা মানুষকে মানুষ হিসেবে ভাবতে শেখায়। মানুষকে উন্নততর করার অনুপ্ররেণা দেয়। অন্যদিকে ডেমোক্রেসিকে শুধুই ভোটাধিকারের মধ্যে সীমাবদ্ধ করা হয়ছেলি। ডেমোক্রসি শুধু ভোটাধিকার নয়-এ কথাটি সাধারণ মানুষের মধ্যে থেকে দূরে সরিয়ে ফেলা হয়েছিলো। যা এখন আবারো প্রতিস্থাপন করার চেষ্টা করা হচ্ছে।
ড. সৌমিত্র শেখর বলনে, গণতন্ত্রের সাথে বিদ্যা বুদ্ধি বিবেচেনা একই সঙ্গে অন্যান্য চিন্তা করবার যে মানসিকতা তার সম্পৃক্ততা যদি না থাকে তাহলে এ গণতন্ত্র যে ঠুটো জগন্নাথে পরণিত হয় তা আমরা বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি। অনুষ্ঠানে ডেমোক্রেসি এন্ড সেকুলারিজম ফর জেন্ডার ইক্যুয়ালিটি’ শীর্ষক সেমিনারের সঙ্গে যুক্ত সকলকে সাধুবাদ জানান উপার্চায।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান ও প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি। স্বাগত বক্তব্য দেন বাংলাদশ নারী প্রগতি সংঘরে সভাপতি জাকিয়া সুলতানা। প্রবন্ধ উপস্থাপন করনে সংঘের সমন্বয়ক নাসরিন বেগম। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।