, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নিখোঁজের দু'দিন পর সাতক্ষীরায় গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার 

  • আপলোড সময় : ০৫-১০-২০২৩ ১১:১৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৩ ১১:১৬:৩৬ পূর্বাহ্ন
নিখোঁজের দু'দিন পর সাতক্ষীরায় গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার 
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর এক গৃহবধূর গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের কামালনগর এলাকার একটি বাঁশ-বাগানে গলিত ওই মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত গৃহবধূর নাম তাসলিমা খাতুন (২৫)। সে শহরের কামালনগর এলাকার আদম আলী সরকারের কন্যা।

নিহতের মাতা আয়েশা খাতুন জানান, তাসলিমার স্বামী মাকসুদুল হক সোহানের সাথে গত ১১ দিন আগে তার ডিভোর্স হয়। এর পর থেকে সোহান তাসলিমাকে মেরে ফেলার হুমকি দিতো। একপর্যায়ে গত সোমবার (২ অক্টোবর) সন্ধ্যার পর থেকে তাসলিমা নিখোঁজ হয়। এ ঘটনায় ওই দিন রাতেই সদর থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়। নিখোঁজের দুই দির পর আজ বুধবার বিকালে পার্শ্ববর্তী একটি বাঁশ-বাগানে স্থানীয়রা তাসলিমার গলিত মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করেন। ধারনা করা হচ্ছে তাসলিমাকে তার স্বামী সোহান হত্যার পর মরদেহটি বাঁশ-বাগানে ফেলে রেখে সে পালিয়ে যায়।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রাথমিকভাবে বিষয়টিকে হত্যাকান্ড ধরে নিয়েই পুলিশ কাজ করছে। মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ভাষা সৈনিক ফজলুল হক আর নেই

ভাষা সৈনিক ফজলুল হক আর নেই