গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন-২০২৩ এ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার (১১ মে) রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিষয়টি জানানো হয়।
নোটিশে বলা হয়েছে , গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষে মেয়র পদে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আপনি জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীক বরাদ্দ পাওয়ার পর পর নিজ ছবির সঙ্গে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নাম ও ছবি পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিলে ব্যবহার করছেন; যা সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬, বিধি ৮(৫)-এর লঙ্ঘন।
বিজ্ঞপ্তিতে সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৮(৫) উল্লেখ করে বলা হয়েছে, নির্বাচনি প্রচারণায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজ ছবি ও প্রতীক ছাড়া অন্য কারও নাম, ছবি বা প্রতীক ছাপাতে কিংবা ব্যবহার করতে পারবেন না।
তবে শর্ত থাকে যে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনো রাজনৈতিক দলের মনোনীত হলে সেক্ষেত্রে তিনি শুধু তার দলের বর্তমান দলীয় প্রধানের ছবি পোস্টার বা লিফলেটে ছাপাতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬-এর বিধি অনুসারে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হলো।
এদিকে, গত ৩০ এপ্রিল ঋণখেলাপির কারণে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। এরপর গত ৮ মে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে জাহাঙ্গীর আলমের দায়ের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। হাইকোর্ট বলেন, মেয়রপ্রার্থী জাহাঙ্গীর মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ঋণখেলাপি ছিলেন, তাই তার মনোনয়নপত্র বৈধ বলার সুযোগ নেই।