, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গায়ে হলুদের অনুষ্ঠানে কোরআন খতম, প্রশংসায় ভাসছেন যুবক

  • আপলোড সময় : ০৪-১০-২০২৩ ০৫:৪৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৩ ০৫:৪৬:৪৩ অপরাহ্ন
গায়ে হলুদের অনুষ্ঠানে কোরআন খতম, প্রশংসায় ভাসছেন যুবক ছবি: সংগৃহীত
বিয়ের অনুষ্ঠানে সাধারণত আতশবাজির বিকট শব্দে আকাশ-বাতাস প্রকম্পিত হয়, ডিজে পার্টি আর তরুণ-তরুণীদের নাচে গানে উত্তাল থাকে। তবে এসব কিছুর আয়োজন না করে ব্যতিক্রমী বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠান আয়োজন করেছেন ফেনীর সোনাগাজীর মো. সাইফুল ইসলাম নামে এক যুবক।

বিয়ে বাড়িতে দেখা মেলে এক ঝাঁক হাফেজের সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের দৃশ্য। কোরআন খতম আর বিশেষ মোনাজাতের মাধ্যমে পালন করা হয় গায়ে হলুদের অনুষ্ঠান। 

সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের বিজয় নগরের মো. ইব্রাহীম মানিকের ছেলে মো. সাইফুল ইসলাম। তিনি সৌদি আরবের একটি কোম্পানিতে চাকরি করেন।

বুধবার দুপুরে মতিগঞ্জ কমিউনিটি সেন্টারে সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের লস্কর ব্যাপারী বাড়ির চানমিয়ার মেয়ে সানজিদা আক্তার শারমিনের সঙ্গে বিয়ে হয় সাইফুলের। মঙ্গলবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে খতমে কোরআন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ব্যতিক্রমী আয়োজনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসতে থাকেন সাইফুল ইসলাম।
সর্বশেষ সংবাদ
এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না: সিইসি

এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না: সিইসি