, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


`দেশের ইতিহাসে বর্তমান নির্বাচন কমিশন সেরা'

  • আপলোড সময় : ০৪-১০-২০২৩ ০৩:০৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৩ ০৩:০৫:১৭ অপরাহ্ন
`দেশের ইতিহাসে বর্তমান নির্বাচন কমিশন সেরা' ছবি: সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে বর্তমান নির্বাচন কমিশন বেস্ট ও সেরা। এ কমিশনের আওতায় ৯০০ টির বেশি নির্বাচন হয়েছে। সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) নগরীর নির্বাচন ভবনে অবাধ ভোটাধিকার প্রতিষ্ঠায় ‘প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) ভূয়সী প্রশংসা করে তিনি এ কথা বলেন।  

সাবেক এই ভিসি বলেন, বর্তমান কমিশন বিজ্ঞ অথচ বিএনপি-জামায়াত কমিশনের পদত্যাগ দাবি করছে। জামায়াতকে বহু আগে থেকে নিষিদ্ধ করা দরকার ছিল, কিন্তু জিয়াউর রহমান তাদের প্রতিষ্ঠিত করেছে। তারা নির্বাচন কমিশন ও সরকার মানে না। 

এসময় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন সাবেক নির্বাচন কমিশনার, নির্বাচন বিশেষজ্ঞ, গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিশিষ্টজনেরা।

ভার্চুয়াল মাধ্যমে ৬৪ জেলায় নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা এ কর্মশালায় অংশ নিচ্ছেন। ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট নিশ্চিত করা ও তাদের দায়িত্ব সঠিকভাবে পালনে জোর দিয়েছেন বক্তারা। একই সঙ্গে নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষ দায়িত্ব পালনেরও তাগিদ দেন তারা।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান