, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই ইয়াসির রাব্বি

  • আপলোড সময় : ০৪-১০-২০২৩ ১২:১২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৩ ১২:১২:৪৫ অপরাহ্ন
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই ইয়াসির রাব্বি
এবার চীনে চলমান ১৯তম এশিয়ান গেমস ক্রিকেটের পুরুষ বিভাগে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলছে সরাসরি। যেখানে সাইফ হাসান, রাব্বিদের প্রতিপক্ষ মালয়েশিয়াকে। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান। একাদশে নেই ইয়াসির আলী চৌধুরী রাব্বি। এশিয়ান গেমসে এই প্রথম মাঠের লড়াইয়ে বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল।

এবার পদকের দাবিদার তারা। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেল মালয়েশিয়াকে। আর এটিই টুর্নামেন্টের সবশেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এশিয়ান গেমস ক্রিকেটে আজ দুপুর ১২টায় মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ। ম্যাচটি দেখাতে পারে সনি স্পোর্টস নেটওয়ার্ক।

এদিকে বাংলাদেশ মালয়েশিয়ার বিপক্ষে জিতলে খেলার সুযোগ পাবে ৬ অক্টোবরের প্রথম সেমিফাইনালে।‬ ‪যেখানে জুনিয়র টাইগাররা প্রতিপক্ষ হিসেবে পাবে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা ভারত-নেপালের মধ্যকার বিজয়ী ভারতীয় দলকে। ‬

সাইফ হাসান নেতৃত্বাধীন দলে আছে  ইতোমধ্যে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরি, পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়ের মতো খেলোয়াড়রা। তবে সেরা একাদশে জায়গা হয়নি আজ ইয়াসির আলী চৌধুরী রাব্বির।

এশিয়ান গেমসে বাংলাদেশ একাদশ- পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদত হোসেন দিপু, রাকিবুল হাসান, সুমন খান, জাকের আলী অনিক (উইকেটকিপার), রিপন মন্ডল, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস