, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বকাপ শুরুর একদিন আগে বেহাল দশা ভারতের স্টেডিয়ামের

  • আপলোড সময় : ০৪-১০-২০২৩ ১০:৩২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৩ ১০:৩২:৪৬ পূর্বাহ্ন
বিশ্বকাপ শুরুর একদিন আগে বেহাল দশা ভারতের স্টেডিয়ামের
ওয়ানডে বিশ্বকাপ শুরুর বাকি আর মাত্র দুই দিন। টুর্নামেন্টটির জন্য ইতোমধ্যে ভারতে অবস্থান করছে অংশগ্রহণকারী দলগুলো। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার ৫ অক্টোবর টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড।

তবে টুর্নামেন্ট শুরুর একদিন আগেও বেহাল দশা হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের। গতকাল মঙ্গলবার (৩ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচটিতে মাঠের অগোছালো অবস্থা লক্ষ্য করা যায়। 

এদিকে ভারতীয় গণমাধ্যম ক্রিকট্রাকার থেকে প্রকাশিত এক ছবিতে দেখা গিয়েছে, হায়দরাবাদ স্টেডিয়ামের গ্যালারি এখনও মেগা টুর্নামেন্টের জন্য অপ্রস্তুত। ছবিটিতে দেখা যায়, গ্যালারির একটি অংশ বেশ অপরিষ্কার এবং সেখানে পাখিদের বিষ্ঠা পড়ে আছে। এই ছবি থেকে স্পষ্টভাবেই আন্দাজ করা যায়, বিশ্বকাপের খেলা আয়োজন করতে এখনও প্রস্তুত নয় হায়দরাবাদ স্টেডিয়াম।
 
এবারের বিশ্বকাপে এটিই ভারতের বিরুদ্ধে প্রথম কোনো খামখেয়ালির অভিযোগ নয়। বিশ্ব আসরের সূচি ঘোষণার ক্ষেত্রেও বেশ টালবাহানা করেছে দেশটি। বিশ্বকাপের ১০০ দিন আগে সূচি জানতে পারেনি অংশগ্রহণকারী দেশগুলো। অথচ আইসিসির অন্য বিশ্বকাপগুলোতে প্রায় বছরখানেক আগে ঘোষিত হয়ে থাকে টুর্নামেন্টের সূচি।  

আর এখানেই শেষ নয়, বিশ্বকাপের সূচি ঘোষণার পরেও সেটা নিয়ে নাটক হয়েছে বেশ। কয়েক ধাপে পরিবর্তন হয়েছে বিশ্ব আসরের সূচি। এছাড়া, নিরাপত্তার অভাবে বিশ্বকাপের একটি প্রস্তুতি ম্যাচে দর্শকশূন্য স্টেডিয়ামে মাঠে নামতে হয়েছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে।
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা