, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দ্বিতীয় ওয়ানডে খেলতে মাঠে নামছে বাংলাদেশ, আছে বৃষ্টির সম্ভাবনা

  • আপলোড সময় : ১২-০৫-২০২৩ ০৯:৫৭:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৩ ০৯:৫৭:৪৯ পূর্বাহ্ন
দ্বিতীয় ওয়ানডে খেলতে মাঠে নামছে বাংলাদেশ, আছে বৃষ্টির সম্ভাবনা
এবার আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে পণ্ড হয়েছে। আজ শুক্রবার ১২ মে চেমসফোর্ডে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ম্যাচটি জিতে এগিয়ে যাওয়ার লক্ষ্য সফরকারী বাংলাদেশের। তবে প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ডের স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮৪ ভাগ! 

এই ম্যাচটি বাংলাদেশের কোনও টিভি চ্যানেল দেখাচ্ছে না। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আইসিসি টিভি’ ম্যাচটি সিরিজটি ফ্রি দেখানোর ব্যবস্থা করেছে। ব্যক্তিগত ইমেইল আইডির মাধ্যমে আইসিসি ফ্যান অ্যাকাউন্ট খুলে তিন ম্যাচের এই সিরিজ দেখা যাবে।  
 
এর আগে প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেলেও তাতে আধিপত্য ছিল তামিমদের। টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ৯ উইকেটে ২৪৬ রানের স্কোর গড়তে পেরেছে। এমন স্কোর প্রত্যাশিত না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতেই। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৬.৩ ওভারে তারা ৬৫ রানে আয়ারল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়েছিল। আর ৩.৩ ওভার খেলা হলেই ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের পক্ষে ম্যাচের ফল এসে যেত। শেষ পর্যন্ত বৃষ্টির হানায় পরিত্যক্ত হয়েছে ম্যাচ। 

তবে আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নেওয়ার আশায় সফরকারীরা। টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তর কণ্ঠে ব্যাটারদের ঘুরে দাঁড়ানোর সংকল্প, ‘উইকেট ব্যাটিং সহায়ক ছিল। এখানে ২৯০-৩০০ রান করা সম্ভব ছিল। কিন্তু মাঠে নামার আগে উইকেট সম্পর্কে আমাদের ধারনা ঠিক ছিল না। টপ অর্ডার ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। দুর্ভাগ্যবশত আমরা ভালো শুরু করতে পারিনি। বড় জুটি গড়া দায়িত্ব ছিল। কিন্তু ব্যর্থ হয়েছি। আশা করি, ভুল থেকে শিক্ষা নেবো। পরের ম্যাচে পুরোপুরি খেলা হবে এবং আমরা লিড নিতে পারবো।’

আইরিশদের বিপক্ষে পরিসংখ্যানেও অনেক এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ১৪টি ওয়ানডে খেলেছে দু’দল। বাংলাদেশের জয় ৯টিতে, হেরেছে ২টি। পরিত্যক্ত হয়েছে তিনটি ম্যাচ। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনে প্রথমবারের দেখায় বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল আইরিশরা। দ্বিতীয় জয়টি পেয়েছিল ২০১০ সালে বেলফাস্টে। এর বাইরে যতগুলো ম্যাচ খেলেছে কোনওটাতেই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। শুক্রবার নতুন ম্যাচেও অপ্রতিরোধ্য বাংলাদেশকে দেখার অপেক্ষা।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান