, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শার্শার যুবক নিহত

  • আপলোড সময় : ০৩-১০-২০২৩ ০৫:০৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৩ ০৫:০৪:২৪ অপরাহ্ন
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শার্শার যুবক নিহত
জয়নাল আবেদীন, বেনাপোল: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যশোরের শার্শার যুবায়ের (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১১ টার দিকে মালয়েশিয়ার জোহর বারুই শহরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবায়ের উপজেলার শার্শা ইউনিয়নের বলিদাহ গ্রামের রুহুল আমিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, ৬ মাস আগে জীবিকার তাগিদে যুবায়ের মালয়েশিয়ায় যায়। সেখানে তিনি চার চাকার ট্রাক চালাতেন।ঘটনার দিন ট্রাকে মাল বোঝায় করে নিয়ে তার গন্তব্যে যাচ্ছিলেন। এসময় পথিমধ্যে জোহর বারুই শহরে পৌঁছালে ট্রাকটি উল্টে গিয়ে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

শার্শা ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দীন আহম্মেদ তোতা বিষয়টি নিশ্চিত করে জানান, যুবায়ের এর লাশ জোহর বারুই শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দেশে ফেরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তার পরিবার।

এদিকে যুবায়েরের আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
 
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন