, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

  • আপলোড সময় : ০৩-১০-২০২৩ ০১:১৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৩ ০১:১৭:১৩ অপরাহ্ন
বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আজ মঙ্গলবার বিকাল ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। এতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে  মির্জা ফখরুল ছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে পারেন নেতারা। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা। এ ছাড়া এক দফার কর্মসূচি নিয়ে কথা বলতে পারেন মির্জা ফখরুল।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন ছোট ভাই শামীম এস্কান্দার। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর খালেদা জিয়াকে বিদেশে পাঠানো যাবে না বলে রোববার (১ অক্টোবর) মতামত দেয় আইন মন্ত্রণালয়।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া