ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। চলতি বছরের গত ২৮ মার্চ মা হয়েছেন তিনি। ইতোমধ্যে মাতৃত্বকালীন ছুটিও কাটিয়েছেন। আর সবকিছু ঠিক থাকলে আগামী ৮ অক্টোবর থেকে শুটিংয়ে ফিরবেন এ তারকা। এদিকে রাজনীতিতে মনোযোগ দিয়েছেন মাহিয়া মাহি। হতে চান সংসদ সদস্য। তাঁকে দেখা যায় বিভিন্ন সভা-সমাবেশ কিংবা গণসংযোগ-প্রচারণায়। সময় পেলেই ছুটে যান নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে। প্রস্তুতি নিচ্ছেন জাতীয় সংসদ নির্বাচনের।
আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি। জানালেন, চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১-এই দুই আসনে মনোনয়ন চাইবেন এই ‘অগ্নিকন্যা’খ্যাত নায়িকা। আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি। সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি, কিন্তু হয়ে ওঠেনি। তবে রাজনীতিতে যেহেতু শেষ বলে কিছু নেই, তাই মাঠে সক্রিয় এই নায়িকা।
কয়েক বছর ধরে পর্দার চেয়ে রাজনীতির মাঠেই বেশি সক্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাঁকে দেখা যায় বিভিন্ন সভা-সমাবেশ কিংবা গণসংযোগ-প্রচারণায়। সময় পেলেই ছুটে যান নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে। প্রস্তুতি নিচ্ছেন জাতীয় সংসদ নির্বাচনের। আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি। জানালেন, চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১-এই দুই আসনে মনোনয়ন চাইবেন তিনি।
আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি। সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি, কিন্তু হয়ে ওঠেনি। তবে রাজনীতিতে যেহেতু শেষ বলে কিছু নেই, তাই মাঠে সক্রিয় এই নায়িকা।
এবারও কি চাঁপাইনবাবগঞ্জ-২ থেকে নমিনেশন চাইবেন- এমন প্রশ্নে গণমাধ্যমকে মাহি বললেন, ‘এবার চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১-দুই আসনে মনোনয়ন চাইব। আমার জন্মস্থান চাঁপাই, বেড়ে উঠেছি রাজশাহীতে। দুই এলাকার জনগণই আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে আসনের জন্য পছন্দ করবেন, সেখান থেকেই নির্বাচন করতে চাই। দুই এলাকায়ই গণসংযোগ চালিয়ে যাচ্ছি।’ আসছে সংসদ নির্বাচনেও কি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন? এমন প্রশ্নে অকপটে মাহি বললেন, ‘যত দিন বাঁচব আওয়ামী লীগ থেকেই মনোনয়ন চাইব।’