, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পার্কে ঘুরতে গিয়ে মোবাইলে মগ্ন মা, পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

  • আপলোড সময় : ০৩-১০-২০২৩ ০৯:৩৯:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৩ ০৯:৩৯:১৩ পূর্বাহ্ন
পার্কে ঘুরতে গিয়ে মোবাইলে মগ্ন মা, পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর
এবার শিশু সন্তানকে সঙ্গে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিলেন মা। সেখানে সন্তানকে রেখে মোবাইলে মগ্ন ছিলেন তিনি। ঘণ্টার পর ঘণ্টা গান শুনছিলেন আর গাচ্ছিলেন। এরই মধ্যে পানিতে ডুবে মারা যায় তার তিন বছরের সন্তান অ্যান্টনি লিও মালাভের।

এদিকে আমেরিকার টেক্সাসের জেসিকা ওয়েভারে (৩৫) নামে এক নারীর বিরুদ্ধে সন্তানের প্রতি এমন অবহেলার অভিযোগ উঠেছে। এ অভিযোগে কারাগারেও যেতে হয়েছে তাঁকে। আমেরিকার টেক্সাসের এল পাসো এলাকার ক্যাম্প কোহেন ওয়াটার পার্কে এই ঘটনা ঘটে। 
 
পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই খবর জানায়। এতে বলা হয়েছে, একমাত্র সন্তানকে নিয়ে ক্যাম্প কোহেন ওয়াটার পার্কে যান জেসিকা উইভার। সেখানে পানিতে ডুবে মারা যায় তার তিন বছরের সন্তান। এ ঘটনায় একাধিক প্রত্যক্ষদর্শী সন্তানের প্রতি তার অবহেলাকে দায়ী করেছেন।

এল পাসো টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে শহরের একটি মালিকানাধীন পার্কের উদ্বোধন করা হয় হয়। উদ্বোধনী দিনে সন্তানকে নিয়ে যান জেসিকা ওয়েভার। ঘটনার সময় পার্কে দায়িত্বরত ১৮ জন লাইফগার্ড ছিলেন।

এদের মধ্যে একজন পুলের চার ফুট গভীর থেকে তিন বছরের শিশুটিকে উদ্ধার করেন। ঘটনার সময় শিশুটির লাইফ জ্যাকেট পরা ছিল না। পার্ক ক্যাম্প কোহেনের নিয়ম অনুযায়ী, ছয় বছরের কম বয়সী শিশুদের অবশ্যই সক্রিয়ভাবে সাঁতার জানা একজন জ্যেষ্ঠ ব্যক্তি তত্ত্বাবধান করবেন।

শিশুর তদারকির জন্য সব সময় কাছাকাছি একজন প্রাপ্তবয়স্ক থাকবেন। একজন প্রত্যক্ষদর্শী নারী জানান, পার্কের একটি পুলের কাছে ওয়েভার ফোনে মগ্ন ছিলেন। এক ঘন্টারও বেশি সময় তিনি অন্য কোনো কিছুর দিকে তাকাচ্ছিলেন না বা মনোযোগ দিচ্ছিলেন না।

আরেকজন জানান, এ সময় তিনি ওয়েভার গান বাজাচ্ছিলেন এবং হেলান দিয়ে গান গাচ্ছিলেন। সম্পূর্ণ ফোনে মগ্ন ছিলেন তিনি। এদিকে এ ঘটনার জন্য গত ৩০ আগস্ট মিসেস ওয়েভারকে তাঁর নিজের শহর ইন্ডিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়ে।

এরপর তাঁকে ২২ সেপ্টেম্বর এল পাসো কাউন্টি জেলে হেফাজতে রাখা হয়। পরবর্তীতে এক লাখ ডলার জরিমানায় জামিনে মুক্তি পান তিনি। তবে এ ঘটনায় তাঁর আইনজীবী লাইফগার্ডদের অসেচতনাকে দায়ী করেছেন। 
আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব

আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব