, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ , ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


ট্রাকচাপায় প্রাণ গেলো কোরআন হাফেজের

  • আপলোড সময় : ০২-১০-২০২৩ ০৯:১৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৩ ০৯:১৮:৫৭ অপরাহ্ন
ট্রাকচাপায় প্রাণ গেলো কোরআন হাফেজের
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজার এলাকায় ট্রাকচাপায় রাকিবুল হাসান রমজান নামে এক কোরআনের হাফেজ নিহত হয়েছেন। রোববার দিনগত মাঝরাতে এ দুর্ঘটনা ঘটে। 

হাফেজ রাকিবুল হাসান রমজান লাখাই উপজেলার মনতইল গ্রামের নোয়াব আলীর ছেলে।

জানা যায়, বুল্লা বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠান বিসমিল্লাহ হার্ডওয়ারের দোকান বন্ধ করে একটি বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রাকিবুল হাসান। ফেরার পথে হবিগঞ্জ-লাখাই সড়কের বুল্লা এলাকায় অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানে রাতেই তিনি মারা যান। 

লাখাই থানার ওসি নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত ট্রাকের চাপায় রাকিবুলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
 
সর্বশেষ সংবাদ
আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস

আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস