, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


একাধিক দাবিতে তিতুমীর শিক্ষকদের কর্মবিরতি

  • আপলোড সময় : ০২-১০-২০২৩ ০২:৫৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৩ ০২:৫৫:২৭ অপরাহ্ন
একাধিক দাবিতে তিতুমীর শিক্ষকদের কর্মবিরতি ছবি: সংগৃহীত
আন্তঃক্যাডার বৈষম্য, পদোন্নতি, পদসৃজনে জটিলতা নিরসনসহ বিভিন্ন দাবিতে বিসিএস শিক্ষা ক্যাডারভুক্ত সারাদেশের ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত  সরকারি তিতুমীর কলেজের শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন।

সোমবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষকগণ। বেলা ১২টায় তারা প্রতিষ্ঠানের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে, বিকেল ৩টা পর্যন্ত তাদের কর্মবিরতি কর্মসূচি চলবে। 

তাদের দাবিগুলো হলো- প্রাপ্যতা সাপেক্ষে সব যোগ্য কর্মকর্তার পদোন্নতি, পদসৃষ্টি, স্কেল আপগ্রেডেশন, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা ও শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার।

অবস্থান কর্মসূচিতে কলেজটির উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, আজকের কর্মবিরতি, আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমাদের মনে-অন্তরে যে বিরাট হতাশা, তা ব্যক্ত করার দিন আজ। আমাদের এ আন্দোলন আরো আগেই প্রয়োজন ছিল। আমাদের দু:খগুলো কেবল, আমরাই জানি। আমাদেরও প্রত্যাশা শিক্ষা ক্যাডারে আমরা অধ্যাপক হিসেবে যেন বিদায় নিতে পারি। আমাদের পদোন্নতির বিষয়টি  আমাদের আকাঙ্ক্ষার বিষয়।

এখানে এ বিষয়গুলোতে কর্মকর্তার সমন্বয়হীনতার অভাব রয়েছে। সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান থাকবে, যেন আমাদের বঞ্চিত অধিকারগুলো অবসান দূর করেন। সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য শিক্ষকের ভূমিকা নি:সন্দেহে গুরুত্বপূর্ণ। তাই সরকারকে আমাদের দিকে দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান