, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সৌদিগামী বিমান থেকে ১৬ ভিক্ষুককে নামিয়ে নিলো পাকিস্তান

  • আপলোড সময় : ০২-১০-২০২৩ ০২:১০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৩ ০২:১০:০৯ অপরাহ্ন
সৌদিগামী বিমান থেকে ১৬ ভিক্ষুককে নামিয়ে নিলো পাকিস্তান ছবি: সংগৃহীত

ওমরাহ’র উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য বিমানে উঠেছিলেন ১৬ জন ভিক্ষুক। শেষ পর্যন্ত তাদের যাওয়া ঠেকিয়ে দেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) কর্মকর্তারা। খবর ডনের

দেশটির পাঞ্জাব প্রদেশের মুলতান বিমানবন্দর থেকে বিমানে করে সৌদি আরবে যাওয়ার সময় তাদের বিমান থেকে নামিয়ে নেওয়া হয়। 

সৌদির উদ্দেশ্যে রওয়া হওয়া ওই ১৬ জনের মধ্যে ১১ জন নারী, চার জন পুরুষ ও একটি শিশু ছিল। মূলত ওমরা পালনের সুযোগে অতিরিক্ত আয়ের পথ হিসেবে ভিক্ষা করতে সৌদি আরব যাচ্ছিলেন তারা।

এক বিবৃতিতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তাদের সবার পাসপোর্ট জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থার জন্য তাদের মানবপাচার ও চোরাচালান বিরোধী শাখায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মানবপাচার আইন, ২০১৮-এর অধীনে মামলা হবে।

জানা গেছে, জাভেদ নামের একটি এজেন্টকে এক লাখ ৮৫ হাজার পাকিস্তানি রুপি দিয়ে তারা ভিসার ব্যবস্থা করেন। 

আর্থিক সমস্যায় জর্জরিত পাকিস্তান সরকারকে হজযাত্রী বাছাইয়ে পরামর্শ দিয়েছিল সৌদি সরকার। হজযাত্রায় কোটায় আবেদনকারীদের মনোনয়নের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার কথা বলা হয় ওই বার্তায়। কোনোভাবেই যাতে ভিক্ষুক কিংবা পকেটমারের মতো অপরাধীরা হজের সুযোগ না পান, সে কথা স্পষ্ট জানিয়ে দেয় রিয়াদ।

সর্বশেষ সংবাদ