, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ওর সবচেয়ে বড় শক্তির জায়গা হলো সে খুবই সাহসী: মাশরাফি

  • আপলোড সময় : ০২-১০-২০২৩ ১২:২১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৩ ১২:২১:১৫ অপরাহ্ন
ওর সবচেয়ে বড় শক্তির জায়গা হলো সে খুবই সাহসী: মাশরাফি
বিশ্বকাপের জন্য ঘোষিত দলে চমক হিসেবে জায়গা পান তানজিম হাসান সাকিব। এবাদতের ইনজুরিতে কপাল খুলে যায় তরুণ এই পেসারের। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে বর্তমানে দলের সঙ্গে ভারত রয়েছেন তিনি। টাইগারদের নতুন এই পেসারকে নিয়ে কথা বলেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সাকিবকে সাহসী বোলার হিসেবে আখ্যায়িত করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নিয়ে আলোচনা করেন মাশরাফি। সেখানে তিনি কথা বলেন সাকিবকে নিয়ে। 
 
এদিকে তানজিম সাকিব প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আরেকজন নতুন তারকা। ওর সবচেয়ে বড় শক্তির জায়গা হলো সে খুবই সাহসী। একই সঙ্গে সে দারুণ ব্যাটিংও করে, হয়তো অনেকেই এটা জানে না। ওর অ্যাকুরেসিও দারুণ। সেই সাথে বলে ইনসুইং, আউটসুইংও রয়েছে। ব্যাকহ্যান্ড স্লোয়ারেও বল করছে। সবমিলিয়ে আমার কাছে মনে হয় পেস বোলিং লাইনআপটা এখন বাংলাদেশের জন্য বড় শক্তি।’

তিনি আরও বলেন,  ‘তানজিদ তামিম শট খেলতে অনেক পছন্দ করে। আমার মনে হয় ম্যানেজমেন্ট এই কারণেই তাকে দলে রেখেছে। যতগুলো ওপেনার আছে তাদের মধ্য থেকে এই কারণেই তামিমকে চয়েজ করেছে। লিটন-তামিমকে নিয়ে একটা কথাই বলবো। ৯টা ম্যাচেই যে তাদের ভালো শুরু করতে হবে বা খেলতে হবে ব্যাপারটা এমন নয়। তারা যদি ৪-৫টা ম্যাচেও সেরা ক্রিকেটটা খেলতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে দল অনেকটা এগিয়ে যাবে।’
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা