, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ , ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


আজ টাইগারদের ইংলিশ পরীক্ষা

  • আপলোড সময় : ০২-১০-২০২৩ ০৯:২৪:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৩ ০৯:২৪:৪১ পূর্বাহ্ন
আজ টাইগারদের ইংলিশ পরীক্ষা
এবার দলের সঙ্গে গৌহাটি যাননি হাবিবুল বাশার সুমন। যাবেন তিন সদস্যের নির্বাচক কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু। হাবিবুল যাননি বলে একটু আফসোস করছেন, ‘তানজিমের ব্যাটিংটা সামনে বসে দেখতে পারলে ভালো লাগত। প্রস্তুতি ম্যাচ বলে হয়তো মূল্যায়ন কম হবে। কিন্তু একেবারে ছবির মতো ব্যাটিং করলো।’ 

এদিকে ওপেনিং জুটি নিয়ে শঙ্কার কালো মেঘ জমে আছে বাংলাদেশের ক্রিকেটাকাশে। একপ্রান্তে লিটনকে নিয়ে টিম ম্যানেজমেন্ট স্থির থাকলেও ফর্মে নেই ডানহাতি ব্যাটার। আরেক প্রান্তে আসা-যাওয়ার মিছিলে। অমুক আসে তো তমুক হারিয়ে যায়। এরপর যারা আসে তারাও স্থির হতে পারেন না। তামিম ইকবালের ফিটনেস না থাকায় তাকে বিশ্বকাপে সুযোগ দেননি নির্বাচকরা। বাধ্য হয়ে তানজিদ হাসান তামিমকে নিয়েছে ম্যানেজমেন্ট। 

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে ৮৪ রানের ঝকঝকে ইনিংসে আস্থার প্রতিদান দিয়েছেন। সেটাই পুনরাবৃত্তি করতে পারেন কিনা সেই পরীক্ষা দিতে আজ সোমবার আবার মাঠে নামছেন তানজিদ। গৌহাটিতে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে সোমবার মাঠে নামবে বাংলাদেশ। এবারের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। 

দুই দলের জন্যই এটা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ যা-ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলে জিতে দারুণ আত্মবিশ্বাস পেয়েছে। ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচ খেলতেই পারেনি। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়। বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুই দল কিছুটা হলেও ব্যাট-বলের লড়াই চালিয়ে যেতে পারবে। 

এমনিতেই ভারতে পা দেওয়ার আগে নানা অব্যবস্থাপনায় বিরক্ত ইংল্যান্ড। সঙ্গে যোগ হয়েছে বৃষ্টি। মাঠে নামার আগে বিশ্ব চ্যাম্পিয়নরা নিজেদের ঝালিয়ে নিতে না পারলে উদ্বোধনী ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে স্টোকস, বাটলারদের।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে দুহাত ভরে পেয়েছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই সমানতালে পারফর্ম করেছে। ইংলিশদের বিপক্ষে একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি চাইবে গোটা দল। গতকাল অনুশীলনও করেছেন মিরাজ, নাসুম, শান্তরা। এদিকে পায়ের চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে না পারা অধিনায়ক সাকিব আল হাসান দ্বিতীয় ম্যাচেও ফিরতে পারবেন কিনা তা নিশ্চিত করতে পারেননি কেউ।

ধর্মশালায় ৭ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ওই ম্যাচের আগে সাকিবকে নিয়ে ঝুঁকি নেবে না তা মোটামুটি নিশ্চিত। তবে ফিল্ডিং বা বোলিং না করে কেবল ব্যাটিংও করতে পারেন সাকিব। তাই ইংল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হিসেবে মিরাজকেই দেখা যেতে পারে। আজ বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। সরাসরি দেখাবে টি স্পোর্টস ও গাজী টিভি।
ফেসবুকে ফেক আইডি খুলে গুজব ছড়ানো হচ্ছে: উপদেষ্টা নাহিদ

ফেসবুকে ফেক আইডি খুলে গুজব ছড়ানো হচ্ছে: উপদেষ্টা নাহিদ