, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মিরাজ এই দলের আনসাং হিরো: মাশরাফি

  • আপলোড সময় : ০১-১০-২০২৩ ০৮:৫৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৩ ০৮:৫৮:১৭ অপরাহ্ন
মিরাজ এই দলের আনসাং হিরো: মাশরাফি
এবার তামিম ইকবালের বাদ পড়া এবং সাকিব-তামিম বিতর্ক আপাতত একপাশে। বাংলাদেশ দল এখন বিশ্বকাপের ‘মুডে’ ঢুকে পড়েছে। এরই মধ্যে সাকিবকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে একটা সুখানুভূতি ছড়িয়ে দিয়েছে দল। এখন সময় বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা-শঙ্কা, শক্তি-দুর্বলতা নিয়ে আলোচনার।

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও তা-ই করেছেন আজ ফেইসবুকে। নিজের পেইজে দল নিয়ে বিশ্লেষণ করেছেন। টপ অর্ডার, মিডল অর্ডার, লেইট মিডল অর্ডার, স্পিন ডিপার্টমেন্ট, পেইস ডিপার্টমেন্ট, ফিল্ডিং – এই ছয় ভাগে ভাগ করে দলকে নিয়ে আলোচনা করেছেন।

আর সেখানে টপ অর্ডার নিয়ে কথা বলতে গিয়েই মাশরাফির মুখে ফুটল মেহেদি হাসান মিরাজের প্রশংসা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়ক বনে যাওয়া মিরাজ ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন। বোলিং তো তিনি করেনই, ব্যাটিংয়েও ইদানিং ভালো করছেন। মাশরাফির চোখে, এই মিরাজ বাংলাদেশের ‘আনসাং হিরো।’  
 
এদিকে টপ অর্ডার নিয়ে আলোচনায় লিটন দাসকে নিয়ে মাশরাফি বলেছেন, ‘এখানে লিটনকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় লিটন এমন এক ধরনের খেলোয়াড় যে খেলা অনেকটা এগিয়ে দিয়ে আসতে পারে।’ তানজিদ তামিমকে নিয়ে বলেছেন, ‘তানজিদের ক্ষেত্রে, আমার মনে হচ্ছে, শটস খেলতে পছন্দ করে। আমার মনে হয় ম্যানেজমেন্ট এই কারণেই তাকে বেছে নিয়েছে।’
 
এরপরই এল মিরাজের প্রসঙ্গ। কারণ, মাশরাফির বিশ্লেষণে লিটন ও তানজিদের বাইরে এই দলের মেইকশিফট ওপেনার মিরাজ। তাঁকে নিয়ে মাশরাফি বললেন, ‘মিরাজ এই দলের আনসাং হিরো, তাকে যেখানে সেট করা হচ্ছে সে সেখানেই রান করছে। এবং আমরা দেখেছি যে পাকিস্তানের বিপক্ষে (সম্ভবত এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বোঝাতে চেয়েছেন) একটা ম্যাচে সে হান্ড্রেড করেছে। তবে মেইকশিফট ওপেনার তো...সব নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর।’

এর আগে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে মিরাজকেই ওপেনিংয়ে দেখার সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে মাশরাফির, ‘মিরাজের কথা আগেও বললাম। আমার মনে হচ্ছে, আফগানিস্তানের বিপক্ষে... যদিও তানজিদ রান করেছে, তবু যেহেতু (মিরাজ) সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে ভালোভাবে সব সামলে নিয়েছে, সে ক্ষেত্রে (আফগানিস্তানের বিপক্ষে) ওকে দিয়ে ওপেন করানো হলেও হতে পারে।’

এরপর স্পিনারদের নিয়ে বিশ্লেষণে নেমেও মিরাজকে আরেকদফা প্রশংসায় ভাসিয়েছেন মাশরাফি, 'মেহেদি হাসান মিরাজের ব্যাপারে বলব -  ও একটা প্যাকেজ। প্যাকেজ বলতে ওকে যেখানে ব্যাটিং করানো প্রয়োজন ও সেখানে ব্যাটিং করছে, পাশাপাশি দশ ওভার বোলিংও করছে। এবং এটা শুধু এক-দেড় মাস না, এক-দেড় বছর ধরেই করছে।'
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নায়িকা পরীমণির প্রথম স্বামী

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নায়িকা পরীমণির প্রথম স্বামী